এর 13MP’র রেয়ার ক্যামেরাতে f/2.2 অ্যাপার্চার,HDR মোড আর রিয়াল টাইম আছে. এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে
Xiaomi Redmi 4A স্মার্টফোন আজ অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে দুপুর 3টে থেকে সেলের জন্য পাওয়া যাবে. এই স্মার্টফোনের দাম Rs.5,999. এই স্মার্টফোনটি 4G VoLTE সাপোর্ট করে. বলে রাখি যে বাজারে Xiaomi Redmi 4A স্মার্টফোন এন্ট্রি লেভেল সেগমেন্টের ফোন আর সাওমি এই সস্তা স্মার্টফোনটি দিয়ে বাজেট সেগমেন্ট স্মার্টফোনের মধ্যে আরো জনপ্রিয় হতে চায়.
Xiaomi Redmi 4A স্মার্টফোনটির ক্যামেরার দিকে দ্কেহ্লে দেখাযাবে যে এতে 13MP রেয়ার ক্যামেরাতে f/2.2 অ্যাপার্চার, HDR মদ আর রিয়াল টাইম আছে. এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8.0 তে কাজ করে. Xiaomi Redmi 4A তে 3120mAh এর ব্যাটারি আছে.
এছাড়া Xiaomi Redmi 4A তে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে যা মেটাল ডিজাইনের সঙ্গে পাওয়া যায়. এতে কোয়াড-কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU আছে. এর 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই স্মার্টফোনটির স্টোরেজক মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়. এটি ডার্ক গ্রে আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে.