Xiaomi Redmi 4A আজ দুপুর 12টা থেকে Mi.com এ প্রি-অর্ডার করা যাচ্ছে
এর জন্য অনলাইন পেমেন্ট করতে হবে, এই অফারে কোন ক্যাশ অন ডেলিভারির অপশন পাওয়া যাচ্ছে না
Xiaomi Redmi 4A কে সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। আজ দুপুর 12 টা থেকে এটি Mi.com থেকে এই স্মার্টফোনটি প্রি অর্ডার করা যাচ্ছে। ভারতে Xiaomi Redmi 4A এর দাম Rs. 5,999। আপনি যদি Xiaomi Redmi 4A আজ প্রিঅর্ডার করেন তবে আপনি 5 দিনের মধ্যে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। এর জন্য অনলাইন পেমেন্ট করতে হবে, অফারে কোন ক্যাশ অন ডেলিভারির অপশন পাওয়া যাচ্ছে না।
Xiaomi Redmi 4A এর ক্যামেরা সেটআপটি এবার আমরা দেখে নি, এতে 13MP র রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চার, HDR মোড আর রিয়াল টাইমের সঙ্গে দেওয়া হয়েছে। এতে 5MPর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8.0 তে কাজ করে। Xiaomi Redmi 4A তে 3120mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
আরো দেখুনঃ Vodafone, 45GB ডাটা ফ্রি দিচ্ছে , কিন্তু এর জন্য এক্তি শর্ত রেখেছে
এছাড়া Xiaomi Redmi 4A তে 5 ইঞ্চির HD ডিসপ্লের সঙ্গে মেটাল বডি দেওয়া হয়েছে। এতে কোয়াড-কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU আছে। এই ডিভাইসে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে। এটি ডার্ক গ্রে, গোল্ড আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে।
আরো দেখুনঃ Sansui Horizon 2 Rs 4,999 তে লঞ্চ হল