Xiaomi Redmi 4A এর নতুন ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল

Xiaomi Redmi 4A এর নতুন ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Xiaomi Redmi 4A ফোনটির এই ভেরিয়েন্টটির দাম Rs 6,999 করা হয়েছে

Xiaomi Redmi 4A ভারতে মার্চ মাসে এসেছিল আর দাম Rs 5,999। এই স্মার্টফোনটি 2GB র‍্যাম 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে এসেছিল। এবার কোম্পানি Xiaomi Redmi 4A ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এই ভেরিয়েন্টটির র‍্যাম 3GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB’র।  আমেজান থেকে 5,999 টাকায় কিনুন Redmi 4A (Grey, 16GB)

এই নতুন ভেরিয়েন্টটির দাম ওল্ড ভেরিয়েন্টের থেকে বেশি। Xiaomi Redmi 4A ফোনটির 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম Rs 6,999 রাখা হয়েছে। এটি ৩১ আগস্ট থেকে Mi.com, Flipkart, Amazon, Paytm, TataCLiQ আর Mi হোম স্টোরে কিনতে পাওয়া যাবে।

Xiaomi Redmi 4A এর এই ভেরিয়েন্টটিতে থাকা অন্য ফিচার্স কেমন তা একবার দেখা যাক এতে 5-ইঞ্চির HD ডিসপ্লে 720 x 1280 পিক্সালের সঙ্গে এসেছে। এই ফোনে 1.4GHz স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU আছে। এতে 3GB র‍্যামা আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে। এতে 3,120 mAh আর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে।

এই ফোনটিতে 13-মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা PDAF, LED ফ্ল্যাশ, a f/2.2 অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 5- মেগাপিক্সালের। এই ফোনটি হাইব্রিড ডুয়াল সিম, 4G VoLTE, ওয়াই-ফাই (802.11 b/g/n), ব্লুটুথ 4.1, GPS, আর একটি মাইক্রো USB পোর্টের মতন ফিচার্স আছে। 

আমেজান থেকে 5,999 টাকায় কিনুন Redmi 4A (Grey, 16GB)

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo