মাত্র ৫ হাজার টাকায় Xiaomi ভারতে 20 মার্চে লঞ্চ করতে পারে Redmi 4A

Updated on 16-Mar-2017
HIGHLIGHTS

সাওমি রেডমি 4A স্মার্টফোন কে গত বছর নভেম্বরে চায়না মধ্যে লঞ্চ করেছিল, এবং হতে পারে যে এই ফোনের দাম মাত্র ৫ হাজার থেকে কম হবে.

আসন্ন ২০ মার্চ দেশের বাজারে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে চিনা সংস্থা শাওমি (Xiaomi)৷ সংস্থার টিজারে অন্তত সেরকমই ইঙ্গিত মিলেছে৷ দুটি নতুন স্মার্টফোন রেডমি ফোর ও রেডমি ফোর-এ ভারতে আনতে পারে সংস্থাটি, দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ গত বছরের নভেম্বরে চিনে ওই দু’টি স্মার্টফোন লঞ্চ করেছিল৷ রেডমি থ্রি সিরিজের উত্তরসূরী হতে পারে এই নয়া হ্যান্ডসেট লাইনআপ৷ শাওমির দাবি, ইতিমধ্যেই ভারতে ৩০ লক্ষ রেডমি থ্রি-এস হ্যান্ডসেট বিক্রি হয়ে গিয়েছে৷ অতি সম্প্রতি ভারতে লঞ্চ করেছে শাওমির নয়া রেডমি নোট ফোর৷ আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

আরও দেখুন :  4GB র্যাম এবং ক্লাস লিডিং ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল মোটো'র প্রথম মেটাল বডি স্মার্টফোন, দাম আপনার বাজেটে..

কিন্তু এই মুহূর্তে রেডমি ফোর-এ হ্যান্ডসেটটি নিয়ে ভারতের বাজার সরগরম৷ ৫ ইঞ্চির ৭২০ পিক্সেল এইচডি ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট বিশিষ্ট হ্যান্ডসেটটির র‍্যাম ২ জিবি ও ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট৷ শাওমি রেডমি ফোর ও রেডমি ফোর-এ – দু’টি মডেলেরই রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্টে ৫ মেগাপিক্সেল৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ৪১০০ এমএএইচ৷ পাবেন কুইক চার্জ সাপোর্ট৷ অন্যদিকে, রেডমি ফোর-এ মডেলে পাবেন ৩১২০ এমএএইচ ব্যাটারি, পাবেন কুইক চার্জিংয়ের সুযোগও৷ আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

রেডমি ফোর-এ হ্যান্ডসেটের দাম চিনা মুদ্রায় ৪৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা)৷ রেডমি ফোর হ্যান্ডসেটটির দাম চিনের বাজারে ৬০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০০ টাকা৷ মার্চ মাসের শেষের দিকে দু’টি হ্যান্ডসেটই ভারতের বাজারে লঞ্চ করলে দাম ওই একই থাকতে পারে৷

আরও দেখুন : Dell Inspiron 113162 ল্যাপটপে অ্যামাজন দিচ্ছে ডিস্কাউন্ট

 আমেজান থেকে 12,799 টাকায় কিনুন Dell Inspiron 11 3162 11.6-inch Laptop

আরও দেখুন : ভোডাফোন এপ্রিল থেকে বন্ধ করতে চলেছে রোমিং কলে প্রিমিয়াম

আমেজান থেকে 946 টাকায় কিনুন Lenovo Power Bank PB410 5000mAh – Silver

 

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :