অনুমান করা হচ্ছে যে, Xiaomi Redmi 4 এর দাম Rs.9,999 থেকে কম হবে
খুব তাড়াতাড়ি সাওমি তাদের একটি নতুন রেডমি স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে. আসা করা যায় যে, এই নতুন স্মার্টফোনটি Xiaomi Redmi 4 হবে আর এটি বাজারে Xiaomi Redmi 3S Prime এর জায়গা নেবে.
এবার অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন জানিয়েছে যে এই স্মার্টফোনটি ভারতে অ্যামাজনের ওয়েবসাইটে পাওয়া যাবে. Xiaomi Redmi 4 স্মার্টফোনটির দাম Rs.9,999 হবে বলে অনুমান করা হচ্ছে.
Xiaomi Redmi 4 স্মার্টফোনটির ফিচার কেমন তা এবার দেখা যাক. এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লে 1280×720 পিক্সাল যুক্ত. এতে 1.4GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64-বিট প্রসেসার যুক্ত . এতে অ্যাড্রিনো 505 GPUও দেওয়া হয়েছে. এই স্মার্টফোনটিতে 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়.
এর সঙ্গে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8 এ কাজ করে. এতে 4100mAh এর ব্যাটারি আছে. এই স্মার্টফোনটিতে 13MP রেয়ার ক্যামেরা আছে. রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে. এছাড়া এই ফোনটিতে 5MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে.
এই ফোনটিতে কোম্পানি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দিয়েছে. এটি হাইব্রিড ডুয়াল সিম স্লট যুক্ত ফোন. এতে 4G VoLTE সাপোর্টও আছে. এই ডিভাইসে একটি মাইক্রো USB পোর্ট আছে. এর থিকনেস 8.9mm আর এর ওজন 156গ্রাম.