Xiaomi Redmi 4 স্মার্টফোন 16ই মে ভারতে লঞ্চ হবে, দাম হতে পারে Rs.9,999
সাওমি সম্প্রতি ভারতে তাদের সস্তা 4G VoLTE স্মার্টফোন Redmi 4A নিয়ে এসেছে
ভারতীয় স্মার্টফোন বাজারে সাওমির জনপ্রিয়তার পেছেন Redmi 3S আর Redmi 3S Prime এর অবদান অনেক. ভারতীয় স্মার্টফোন গুলির বদলের পেছেন এই দুটি স্মার্টফোনের হাত আছে. এই দুটির ভারতে লঞ্চ হওয়ার বেশ অনেক সময় হয়েগেছে আর এবার কোম্পানি ভারতীয় বাজারে এদের নতুন ভেরিয়ান্ট নিয়ে আসতে চায়. পাওয়া খবর অনুসারে, 16ই মে কোম্পানি ভারতে Xiaomi Redmi 4 নিয়ে আসবে. এই ফোনটির দাম Rs.9,999 হবে বলে অনুমান করা হচ্ছে.
তবে ইটা বলে রাখি যে, Redmi 4A লঞ্চের সময় কোম্পানি বলেছিল যে খুব তাড়াতাড়ি Redmi 3S এর নতুন ভেরিয়ান্ট নিয়ে আসবে. আসা করা যায় যে এই নতুন ভেরিয়ান্টটির নাম Xiaomi Redmi 4 হবে. তবে এও বলে রাখি যে কোম্পানি গত বছরই চিনে Redmi 4 নিয়ে এসেছে. এই ডিভাইসটির ভারতে দাম Rs.10,000 হওয়ার সম্ভবনা আছে.
আরো দেখুন: নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে
যদি Xiaomi Redmi 4 স্মার্টফোনটির ফিচার্সের দিকে দেখা যায় তবে এতে 5 ইঞ্চির HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লেটি 1280×720 পিক্সাল যুক্ত. এতে 1.4GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64-বিট প্রসেসার যুক্ত. এতে অ্যাড্রিনো 505 GPUও দেওয়া হয়েছে. এটির র্যাম 2GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB. এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়.
এছাড়া এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8 এ কাজ করে. এটিতে 4100mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে. এটি 13MP রেয়ার ক্যামেরা যুক্ত. রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে. এর সঙ্গে ফোনে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এই ফোনটিতে কোম্পানি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দিয়েছে. এটি হাইব্রিড ডুয়াল সিমের ফোন. এটি 4G VoLTE সাপোর্ট করে. এটিতে মাইক্রো USB পোর্টও আছে. এর থিকনেস 8.9mm আর এর ওজন 156 গ্রাম.
আরো দেখুন: অ্যামাজন আজ এই প্রোডাক্ট গুলিতে দিচ্ছে ব্যাপক ছাড়
আরো দেখুন: Oneplus 5 এর ফিচার লিক হল, এতে 3,600mAh ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile