Xiaomi Redmi 4 এবার 6 জুন সেলের জন্য পাওয়া যাবে
Xiaomi Redmi 4 এর দাম Rs. 6,999 থেকে শুরু
Xiaomi Redmi 4 গতকাল দুপুর 12 টায় অ্যামাজন ইন্ডিয়াতে সেল হয়েছিল, তবে যারা এই ফোনটি কিনতে পারেননই তাদের জন্য একটি ভাল খবর। আসলে এবার এি স্মার্টফোনটির পরবর্তী সেল কবে হবে তা জানা গেছে, এই স্মার্টফোনটি আগামী 6 জুন দুপুর 12 টায় অ্যামাজনে হবে।
4100mAh ব্যাটারি, 4G VoLTE, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত Xiaomi Redmi 4 ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs. 6,999। এর 3GB আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম Rs. 8,999 এবং 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs. 10,999 রাখা হয়েছে।
Xiaomi Redmi 4 এ 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 296ppi। ফোনটির সামনের দিকে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এতে 4100mAh এর ব্যাটারি আছে, কোম্পানি দাবি করেছে যে এটিতে 2 দিন অব্দি কল করা যাবে। এর স্ট্যান্ডবাই টাইম 18 দিনের। Xiaomi Redmi 4 1.4GHz অক্টা-কোর 64-বিট স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার আছে। এতে 13MP র PDAF ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে ফুল HD 1080p ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। এটি 5- এলিমেটার যুক্ত। এতে f/2.0 অ্যাপার্চার আছে। এটি HDR আর প্যানোরমার মতন ফিচার্স যুক্ত। এর সামনের দিকে 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে।
এটি ডুয়াল সিম ফোন আর এতে 4G VoLTE সাপোর্ট আছে। এর ওজন 150 গ্রাম আর থিকনেস 8.65mm। এটি দুটি কালার ভেরিয়েন্ট ব্ল্যাক আর গোল্ডে পাওয়া যাবে।
Xiaomi Redmi 4 এর স্পেক্সঃ
Xiaomi Redmi 4 5-ইঞ্চির HD ডিসপ্লে যুক্ত
Xiaomi Redmi 4 1.4GHz অক্টা-কোর 64-বিট স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার যুক্ত। এতে 13MP র PDAF ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটির সামনের দিকে 5MP’র ক্যামেরা আছে।
এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি 3G ও সাপোর্ট করে।
এর ব্যাটারি 4100mAh।