Xiaomi Redmi 4 স্মার্টফোনটি 27 জুন আপনার হতে পারে
Xiaomi Redmi 4 এর দাম Rs. 6,999 থেকে শুরু হয় এর এই ফোনটির ক্যামেরা বেশ ভাল
Xiaomi Redmi 4 স্মার্টফোনটি 27 জুন আপনার হতে পারে
Xiaomi Redmi 4 এর দাম Rs. 6,999 থেকে শুরু হয় এর এই ফোনটির ক্যামেরা বেশ ভাল
Xiaomi Redmi 4 এর পরবর্তী সেল 27 জুন দুপুর 12 টায় অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে হবে। ভারতে এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়।
এই ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এই সবকটি ভেরিয়েন্টই 27 জুন সেলের জন্য পাওয়া যাবে। এর 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs. 6,999। 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম Rs. 8,999। আর এর সবথেকে বড় ভেরিয়েন্ট যা 4GB র্যামা আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত তার দাম Rs. 10,999 রাখা হয়েছে।
আরও দেখুনঃ Samsung Curved Monitor এর সম্পর্কে এই ভিডিওটিতে ডিটেলসে জানুন
Xiaomi Redmi 4 স্মার্টফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 296ppi। এই ফোনটিতে সামনের দিকে একটি 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এতে 4100mAh এর ব্যাটয়ারি আছে, কোম্পানি দাবি করেছে যে এটি 2 দিন অব্দি চলতে পারে। এর স্ট্যান্ডার্ড টাইম 18 দিনের বলা হয়েছে। Xiaomi Redmi 4 1.4GHz অক্টা-কোর 64-বিট স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার যুক্ত। এতে 13MP’র PDAF ক্যামেরা দেওয়া হয়েছে। এটি ফুল HD 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এটি 5-পলিমিটার যুক্ত। এতে f/2.0 অ্যাপার্চার আছে। এটি HDR আর প্যানোরমার মতন ফিচার্স যুক্ত। এই ফোনের সামনের দিকে 5MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
এটি একটি ডুয়াল সিম ফোন আর এটি 4G VoLTE সাপোর্ট করে। এর ওজন 150 গ্রাম আর এর থিকনেস 8.65mm। এই ডিভাইসটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়- ব্ল্যাক আর গোল্ড।