Xiaomi Redmi 4 আজ ভারতে লঞ্চ হতে পারে
অনুমান করা হচ্ছে যে, Xiaomi Redmi 4 এর দাম Rs.9,999 এর থেকে কম হবে
মোবাইল তৈরির কোম্পানি সাওমি আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন Xiaomi Redmi 4 লঞ্চ করতে পারে. আসলে কোম্পানি আজ দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করেছে, এই ইভেন্টের জন্য কোম্পানি মিডিয়াকে ইনভাইট করেছে. কোম্পানি গত বছর চিনে Xiaomi Redmi 4 লঞ্চ করেছিল. আপনাদের বলে রাখি যে সম্প্রতি খবর পাওয়া গেছিল যে, এই স্মার্টফোনটি ভারতে অ্যামাজনের ওয়েবসাইটে সেলের জন্য পাওয়া যাবে. তবে অনুমান করা হচ্ছে যে, Xiaomi Redmi 4 এর দাম Rs.9,999 এর থেকে কমই হবে.
আমেজান থেকে 5,999 টাকায় কিনুন Redmi 4A (Gold, 16GB)
Xiaomi Redmi 4 এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5 ইঞ্চির HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লে 1280×720 পিক্সাল যুক্ত হবে. এতে 1.4GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64- বিট প্রসেসার যুক্ত. এতে অ্যাড্রিনো 505 GPUও দেওয়া হয়েছে. এটি 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোন. এই ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.
এর সঙ্গে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমর MIUI তে আজ করে. এটি 13MP’র রেয়ার ক্যামেরা যুক্ত. রেয়ার ক্যামেরাতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে. এছাড়া এই ফোনে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে.
এই ফোনটিতে কোম্পানি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে. এটি হাইব্রিড ডুয়াল সিম যুক্ত. এতে 4G VoLET এর সাপোর্টও আছে . এতে মাইক্রো USB পোর্ট আছে. এর থিকনেস 8.9mm আর এটির ওজন 156 গ্রাম.
আমেজান থেকে 5,999 টাকায় কিনুন Redmi 4A (Gold, 16GB)
আমেজান থেকে 5,999 টাকায় কিনুন Redmi 4A (Grey, 16GB)