Xiaomi Redmi Note 4 আজ প্রি অর্ডার করা যাবে
আজ Xiaomi Redmi 4 আর Redmi 4A কেও Mi.com এও প্রি অর্ডার করা যাবে
Xiaomi Redmi Note 4 কে আজ প্রি-অর্ডার করা যাবে। এর সঙ্গে Redmi 4A, Redmi 4 কেও প্রি অর্ডার করা যাবে। Xiaomi Redmi Note 4 কে Mi.com থেকে প্রি অর্ডার করা যাবে। Redmi 4A, Redmi 4 এরও আজ প্রি অর্ডার সম্ভব।
Mi.com থেকে একজন গ্রাহক মাত্র একটি ইউনিটের বুকিংই করতে পারবেন। Xiaomi Redmi Note 4 এর ভারতে দাম শুরু হয় Rs. 9,999 থেকে। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়- 2GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যার দাম Rs. 9,999। অন্য ভেরিয়েন্টটীর দাম Rs. 10,999 ও এর র্যাম 3GB আর এটি 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর এর সবথেকে বড় ভেরিয়েন্টটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যায় যার দাম Rs. 12,999। এটি গোল্ড, গ্রে, মেট ব্ল্যাক আর সিলভার রঙে পাওয়া যায়। Xiaomi Redmi Note 4 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটির ডিসপ্লে 5.5ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড ডিসপ্লে। সেই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এতে 2.0GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এটি অ্যাড্রিনো 506GPU যুক্ত। এতে হাইব্রিড সিমও আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। এতে 4100mAh এর ব্যাটারি আছে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
এই ফোনটির র্যাম আর স্টোরেজ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনে 13 মেগাপিক্সালের অটোফোকাস রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশের সঙ্গে আছে। এর ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সালের। এতে 4G VoLTE আছে। এর ওজন 175 গ্রাম আর এর থিকনেস 8.35mm।
Xiaomi Redmi 4A এর ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনে 13MP’র রেয়ার ক্যামেরা f/2.2 অ্যপার্চার আর HDR মোড রিয়াল টাইমের সঙ্গে দেওয়া হয়েছে। এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8.0 তে কাজ করে। Xiaomi Redmi 4A তে 3120mAh এর ব্যাটারি আছে। এছাড়া Xiaomi Redmi 4A তে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU যুক্ত। এতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এটি ডার্ক গ্রে, গোল্ড আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে।