Xiaomi Redmi 3S, Redmi 3S Prime আজ আপনার হতে পারে, 4100mAh ব্যাটারি এবং 4G VoLTE যুক্ত ফোন এটি
Xiaomi Redmi 3S এবং Redmi 3S Prime দুটি এখন ভারতীয় বাজারে বেশ লোকপ্রিয় হয়েছে, দুটিতেই কম টাকায় অনেক ভাল ফিচার্স আছে
আওনি যদি অনেক দিন ধরে বাজেট সম্র্টফোন কেনার কথা ভাবছিলেন যা আপনার রোজকার কাজ সহজ করবে তবে এই মুহুর্তে বাজারে Xiaomi Redmi 3S এবং Redmi 3S Prime নিজেদের সেগমেন্টে সব থেকে সেরা এবং আজ এই দুটি স্মার্ট ফোন আমাজন এ দুপুর 12 টায় কিনতে পাবেন.
আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
আমেজান থেকে 8,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB),
Xiaomi Redmi 3S এ আপনি 2GB র্যাম এর সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ পাবেন. আর Redmi 3S Prime এ 3GB র্যামের সঙ্গে 32GBর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে. এছাড়া Redmi 3S Prime এ ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আছে . দুটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে. এই দুটি কোযাল্কম স্ন্যাপড্র্যাগন 430 অক্টা কোর প্রসেসর যুক্ত.
আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
Xiaomi Redmi 3S এবং Redmi 3S প্রাইম দুটি 4100mAh ব্যাটারি যুক্ত. Xiaomi Redmi 3S ও Redmi 3S Prime এ 13 MP র রেয়ার ক্যামেরা LED পাস এর সঙ্গে দেওয়া হয়েছে. এছাড়া Xiaomi Redmi এবং Redmi 3S Prime এ 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে. ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ফ্লাস দেওয়া হয়নি. এও বলে দেওয়া ভাল যে এই দামে এই ক্যামেরা দুটি আরো ভাল করা সম্ভব.
আমেজান থেকে 8,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB),
এখন 4G VoLTE র যুগ চলছে সেখান এই ফোন দুটিও 4G VoLTE সাপোর্ট করে এরকম সবথেকে সস্তা গুলির মধ্যে একটি বলা যেতে পারে. দুটি ডুয়াল সিম সাপোর্ট করে. যদিও এটি একটি হাইব্রিড সিম সল্ট যুক্ত ফোন. আপনি যদি ৭,000 তা বা ৯.000 টাকা দামের সবথেকে ভাল স্মার্টফোন এর সন্ধানে আছেন তবে আপনার জনি সাওমি 3S ও সাওমি৩ প্রাইম সবথেকে ভাল অপশন. দুটি আপনাকে ভাল ব্যাটারি,4G VoLTE সাপোর্ট দেবে. দুটিতেই আপনি মেটাল বডির এবং 13 MP র রেয়ার ক্যামেরা এবং 5MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন.
আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
আমেজান থেকে 8,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB),
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile