শাওমি'র রেডমি 3S স্মার্টফোন 13MP'র ক্যামেরা এবং 4100mAh ক্ষমতার ব্যাটারির সাথে লঞ্চ করা হবে.
শাওমি'র রেডমি 3S ভারতে গতকাল লঞ্চ করা হবে. শাওমি তার টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এই বিষয় ঘোষণা করেছে। বলে দি যে এটার জন্য দিল্লী তে একটি ইভেন্ট রাখা হয়ে যার লাইভ স্ট্রিমিং হবে.এবং আপনি 12pm থেকে তা দেখতে পারেন।
শাওমি'র রেডমি 3S ভারতে গতকাল লঞ্চ করা হবে. শাওমি তার টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এই বিষয় ঘোষণা করেছে। বলে দি যে এটার জন্য দিল্লী তে একটি ইভেন্ট রাখা হয়ে যার লাইভ স্ট্রিমিং হবে.এবং আপনি 12pm থেকে তা দেখতে পারেন।
এই স্মার্টফোনের ফিচার এর বিষয় বলি তো এতে 5 ইঞ্চি HD 720x1280p IPS ডিসপ্লের সাথে অক্টা-কোর কোয়াল-কম স্ন্যাপড্রাগন 430 প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোন অ্যান্ড্রয়েড ললিপপ এর সঙ্গে MIUI 7 উপর ভিত্তি করে তৈরি। এর সাথে ফোনে 4100mAh ক্ষমতা ব্যাটারি দেওয়া হয়েছে।এছাড়া এতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন।
যদি এটির ক্যামেরার বিষয় বলি তো, ফোনে 13MP রিয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে.