কাল ভারতে লঞ্চ হবে শাওমি রেডমি 3S স্মার্টফোন
শাওমি'র রেডমি 3S স্মার্টফোন 13MP'র ক্যামেরা এবং 4100mAh ক্ষমতার ব্যাটারির সাথে লঞ্চ করা হবে.
শাওমি'র রেডমি 3S ভারতে গতকাল লঞ্চ করা হবে. শাওমি তার টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এই বিষয় ঘোষণা করেছে। বলে দি যে এটার জন্য দিল্লী তে একটি ইভেন্ট রাখা হয়ে যার লাইভ স্ট্রিমিং হবে.এবং আপনি 12pm থেকে তা দেখতে পারেন।
3 more dayS, can't wait!! Mi fans, any idea? Take a guess & tweet us. 😉 @RedmiIndia #MiLaunch https://t.co/OoUfssVTrN
— Mi India (@XiaomiIndia) July 31, 2016
আরও দেখুন : ভারতে লঞ্চ হলো লেনোভো বাইব K5 নোট স্মার্টফোন, এই স্মার্টফোন গুলি কে দেবে কঠিন টক্কর
শাওমি'র রেডমি 3S ভারতে গতকাল লঞ্চ করা হবে. শাওমি তার টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এই বিষয় ঘোষণা করেছে। বলে দি যে এটার জন্য দিল্লী তে একটি ইভেন্ট রাখা হয়ে যার লাইভ স্ট্রিমিং হবে.এবং আপনি 12pm থেকে তা দেখতে পারেন।
এই স্মার্টফোনের ফিচার এর বিষয় বলি তো এতে 5 ইঞ্চি HD 720x1280p IPS ডিসপ্লের সাথে অক্টা-কোর কোয়াল-কম স্ন্যাপড্রাগন 430 প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোন অ্যান্ড্রয়েড ললিপপ এর সঙ্গে MIUI 7 উপর ভিত্তি করে তৈরি। এর সাথে ফোনে 4100mAh ক্ষমতা ব্যাটারি দেওয়া হয়েছে।এছাড়া এতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন।
যদি এটির ক্যামেরার বিষয় বলি তো, ফোনে 13MP রিয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে.
আরও দেখুন : প্যানাসনিক ভারতে লঞ্চ করলো তার এলুগা Arc 2 স্মার্টফোন, দাম Rs.12,290
আরও দেখুন : ওপ্পো F1s ভারতে 4 আগস্ট থেকে পাওয়া যাবে, মূল্য হবে Rs.17.999 : রিপোর্ট
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile