টুইটার পোলে Xiaomi MIUI এর থেকে এগিয়ে অ্যান্ড্রয়েড বন, কোম্পানি পোস্ট সরিয়ে দিয়েছে

Updated on 13-Feb-2018
HIGHLIGHTS

টুইটার পোলে অ্যান্ড্রয়েড বন 57% আর MIUI 43% ভোট পেয়েছে, সাওমি পোস্ট ডিলিট করে দিয়েছে

15,000 টাকা দামের স্মার্টফোনের মধ্যে Xiaomi Mi A1 ফোনটি অন্যতম সেরা একটি স্মার্টফোন আর এর ক্রেডিটের একটা বড় অংশের দাবি অ্যান্ড্রয়েড বন অপারেটিং সিস্টেমের। সাওমি জানতে চেয়েছিল যে কত সংখ্যক মানুষ অ্যান্ড্রয়েড বন ব্যবহার ভাল লাগে। আর তাই কোম্পানি অ্যান্ড্রয়েড বনের নিজস্ব MIUI ইন্টারফেসের মধ্যে টূইতার পোল করে। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন

পোলের মাধ্যমে করা এই সার্ভেটি অ্যান্ড্রয়েড বনের পক্ষে চলে যায়। অ্যান্ড্রয়েড বন 57% ভোট আর MIUI 43% ভোট পেয়েছে, আর এর পরে কোম্পানি এই টুইটার পোলটি নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে। 14,769 হাজার মানুষ এই টুইটার পোলে ভোট দিয়েছিল।

এর জন্য এরকম মনে করা হচ্ছে যে Xiaomi Mi A1 ফোনটির সঙ্গে কোম্পানি ইউজার্সদের চাহিদা অনুসারে নিয়ে আসছে। এটা খেয়াল রাখতে হবে যে স্টক অ্যান্ড্রয়েড আইএসের সঙ্গে প্রথম সাওমি ফোন যাতে অ্যান্ড্রয়েড 8.0 অফার করা হচ্ছে।

তবে এটা বলা মুস্কিল যে সাওমি তাদের টুইটার সার্ভের প্রতিক্রিয়া নেবে কিনা আর স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেসের সঙ্গে নতুন সাওমি ফোন লঞ্চ হবে কিনা।

Connect On :