Mi Mix আর Redmi 4 ফোন দুটি MIUI 9 গ্লোবাল বিটার আপডেট পেল

Mi Mix আর Redmi 4 ফোন দুটি MIUI 9 গ্লোবাল বিটার আপডেট পেল
HIGHLIGHTS

কোম্পানি ব্লগ পোস্টে সেই ফোনের নাম লিখেছে যারা বিটা আপডেট পাবে

কোম্পানি ব্লগ পোস্টে সেই ডিভাইসের নাম মেনশান করেছিল যারা বিটা আপডেট পাবে। এই লিস্টে Mi Mix আর Redmi 4 এর নামও আছে।

এই তালিকায় Mi Mix, Mi Note 2, Mi 5, Mi 5s, Mi 5s Plus, Mi Max 2, Mi Max, Redmi 4 আর Redmi 4X এর নামও আছে। MIUI অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোম্পানির কাস্টমাইজড ভার্শান এটি কোম্পানির UI এর 9 নম্বর এডিশান।

বিটা আপডেটে থার্ড বেজ যে ফোন গুলিতে তাড়াতাড়ি হবে তা হল जो Redmi 2, Redmi 2 Prime, Mi 3, Mi 4, Redmi Note 3, Redmi Note 3 Special Edition, Redmi Note 4(মিডিয়াটেক ভার্শান) Mi 4i, Redmi Note 2, Redmi Note Prime, Mi 2, Mi 2S, Mi Note, Redmi 3 and 3 Prime, Redmi 3S और 3S Prime, Redmi 4A আর Redmi 4 Prime কে সাপোর্ট করবে।

নতুন MIUI 9 স্মার্ট অ্যাসিস্টেন্স আর স্মার্ট অ্যাপ লঞ্চারের মতন ফিচার্স থাকবে।

এছাড়া এতে একটি অপারেটিং অপ্টিমাইজেশান ফিচার আর নিউ ফাইল সিস্টেম থাকবে যা MIUI কে আরও ফাস্ট আর বেশি সেস্পেনশিভ বানায়। এতে একটি কুইক রিপ্লাই ইউজার্সের সোজা নোটিফিকেশান থেকে রিপ্লাই করতে সাহায্য করবে।

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo