digit zero1 awards

খুব তাড়াতাড়ি সাওমি আইফোন X এর মতন দেখতে ফোন নিয়ে আসতে পারে

খুব তাড়াতাড়ি সাওমি আইফোন X এর মতন দেখতে ফোন নিয়ে আসতে পারে
HIGHLIGHTS

সাওমি Mi Mix 2 এর একটি ভার্শানের ওপরে কাজ করছে যাকে দেখতে iPhone X এর মতন হবে বলে মনে করা হচ্ছে

সাওমি অ্যাপেলের আইফোন কেস ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে পারে। Mi Mix 2 ফোনের দ্বিতীয় ভার্শান Mi Mix 2s বেজেল-লেস ডিজাইন যুক্ত হবে বলে মনে হচ্ছে, যার ফ্রন্ট ক্যামেরা আর অন্যানয় সেন্সার থাকবে।

Weibo, চিনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে Mi Mix 2s ফোনটির ইমেজ দেখা গেছে। যা থেকে বোঝা যাচ্ছে যে সিনের স্মার্টফোন তৈরি এই কোম্পানি আইফোন এক্সের ডিজাইন কপি করার পরিকল্পনা করছে। ভারতে Mi Mix 2s লঞ্চ হওয়ার সময় সাওমির তরফে বলা হয়েছিল যে স্মার্টফোনের টপে বেজেল নিপটেনের জন্য তিনটি উপায় আছে যার মধ্য একটি হল টপ আর বটম যত পাতলা করা সম্ভব তত পাতলা করা যেমন স্যামসং গ্যালাক্সি S8 আর নোট 8 এর সঙ্গে করেছে।

Mi Mix 2s এর সঙ্গে সাওমি খুব তাড়াতাড়ি বাজারে আইফোন এক্সের মতন দেখতে ফোন নিয়ে আসতে পারে। সাওমি অন্যান্য সমস্ত সেন্সারের সঙ্গে সঙ্গে Mi Mix 2 এর নিচে থাকা ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। ইমেজ থেকে এটা বোঝা যায়নি যে ডিভাইসটির নিচের দিকে কি থাকবে।

সাওমি মিক্স সিরিজ ডিভাইসের ডিজাইন ফ্রন্টে ডিজাইন ফিলিপ স্টকের মাধ্যমে ডিজাইন করা হয়েছে, এমন মনে হচ্ছেনা যে এটি অ্যাপেলের সমস্ত জিনিসই কপি করবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo