Xiaomi Mi 9 আর OnePlus 6T দুটি ফোনের স্পেক্সের তুলনা
Xiaomi সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 9 চিনে লঞ্চ করেছে আর আপনারা এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর এই ফোনে 48MP র সেন্সার আছে আর এই ফোনের সঙ্গে আমরা OnePlus6T ফোনের তুলনা করে দেখব যা এই সময়ে ভারতে পাওয়া যায়
Xiaomi তাদের Mi 9 ফোনটি বেজিংয়ে লঞ্চ করেছে চিনে একটি ইভেন্টে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Mi 8 য়ের পরের জেনারেশানের ফোন। আর Xiaomi MI 9 ফোনটির বৈশিষ্ট্য এর ট্রিপেল ক্যামেরা সেটআপ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর একটি 48MP র ক্যামেরা। আর এই ফোনের দাম CNY2,999 মানে প্রায় 31,800 টাকা। আর এই ফোনের সঙ্গে আমরা OnePlus6T ফোনের তুলনা করে দেখব।
ডিসপ্লে
Xiaomi Mi 9 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির FHD+ স্যামসাং AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এতে 2340×1080 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে। আর এই ফোনে কর্নিং গোরিলা গালস 6য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনের টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর OnePlus 6T ফোনটি 6.4ইঞ্চির বড় স্ক্রিন পাবেন আর এর সঙ্গে এই ফোনে 2340×1080 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে। আর যা আমরা শাওমির ফোনে দেখেছি। আর দুটি ডিভাইসেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
প্রসেসার, র্যাম আর স্টোরেজ
Xiaomi Mi 9 ফোনে আপনারা লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসারের সঙ্গে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর সেখানে অন্য দিকে OnePlus 6T ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার 6GB র্যাম আর 128GB স্টোরেজ পাবেন।
ক্যামেরা
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে Xiaomi Mi 9 ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 48MP+12MP+16MP ক্যামেরা আর ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা পাবেন। আর সেখানে অন্য দিকে OnePlus6T ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+20MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন।
Xiaomi Mi 9 ফোনটি চিনে CNY 3,999 মানে প্রায় 31,800 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আর সেখানে OnePlus 6T ফোনটি আপনারা 37,999 টাকায় কিনতে পারবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।