Xiaomi Mi 9 X Alita Edition MWC 2019 য়ে 24 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে

Xiaomi Mi 9 X Alita Edition MWC 2019 য়ে 24 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে
HIGHLIGHTS

Xiaomi Mi 9 Alita Edition ফোনটি এমন একটি ফোন যা Xiaomi আর Alita র পার্টনার্শিপে করা হয়েছে আর এটি চিনে 22 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে

Xiaomi Mi 9 ফোনের একটি স্পেশাল এডিশান Mi 9 Alita এডিশান MWC 2019 য়ে লঞ্চ করা হবে। আর এই ফোনটি বার্সেলোনায় হতে চলা বিশ্বের সব থেকে বড় টেক শোতে MWC 2019 য়ে লঞ্চ করা হবে, এই ফোনটি সেখানে 24 ফেব্রুয়ারি একটি টক শোতে লঞ্চ ক্র আহবে। আর এছাড়া আপনাদের বলে রকাহি যে চিনে এই ফোনটি 22 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে।

Xiaomi এই কথা তাদের টুইটারের পেজে জানিয়েছে আর এছাড়া কোয়াল্কম টিজার করে এই বিষয়ে জানিয়েছে। আর মনে করা হচ্ছে যে এই মোবাইল ফোনটিতে আপনারা একটি ট্রান্সপারেন্ট ব্যাক পাবেন। আর এছাড়া এই মোবাইল ফোনটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। আর মনে করা হচ্ছে যে এই মোবাইল ফোনটি 5G ক্ষমতার সঙ্গে লঞ্চ করা হতে পারে।

Xiaomi তাদের Mi 9 ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে RMB 2,999 (প্রায় 31,800টাকায়) লঞ্চ করেছে। 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম RMB 3,299(মানে প্রায় 35,000টাকা) রাখা হয়েছে আর এটি ল্যাভেন্ডার ভায়লেট, ওশান ব্লু আর পিয়ানো ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির এক্সপ্লোরার এডিশান লঞ্চ করা হবে যা ট্রান্সপারেন্ট ব্যাক যুক্ত আর এটি 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের, আর এই ফোনের দাম RMB3,999(প্রায় 42,300টাকা)। mi 9 ফোনটি আজকে রাত থেকে চিনে প্রি সেল করার যাবে আর 26 ফেব্রুয়ারি পাওয়া যাবে। আর এই ফোনট্রি সঙ্গে কোম্পানি Mi 9 SE কেও নিয়ে এসেছে যা 5.97 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এটি একই প্রোফাইল অফার করে। Xiaomi Mi 9 ফোনটি RMB 49 মানে(প্রায় 500টাকা) দামের কেস অফার করা হচ্ছে।

Xiaomi তাদের Mi 9 ফোনটির ডিজাইন বদলেছে। ডিভাইসে ব্যাকে ট্রিপে ক্যামেয়া সেটআপ দেওয়া হয়েছে আর এই স্মার্টফোনে হুয়াওয়ে আর হনারের স্মার্টফোনের মতন গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হেয়ছে। এই স্মার্টফোনটিতে 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে যা full HD+ রেজিলিউশান যুক্ত। আর এই ফোনের নতুন ডিসপ্লেতে MIUI য়ের পোর্ট আছে।

Mi 9 কোম্পানির প্রথম ফোন যা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে এটি 48+12+16MP রেয়ার ক্যামেরা যুক্ত। আর এই ফোনের লেন্স সাফায়ার গ্লাস দিয়ে প্রোটেক্টেড। আর এই ডিভাসের ফ্রন্টে একটি 24MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 3,5000mAh ব্যাটারি যুক্ত যা 27W চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটি ফাস্ট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে যা 20W পর্যন্ত যায়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo