Xiaomi Mi 8 আর Xiaomi Mi 8 SE স্মার্টফোন দুটি Apple iPhone X য়ের মতন নচ ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে

Xiaomi Mi 8 আর Xiaomi Mi 8 SE স্মার্টফোন দুটি Apple iPhone X য়ের মতন নচ ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে
HIGHLIGHTS

Xiaomi অফিসিয়ালি তাদের 2018সালের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, এই ডিভাইসটি Xiaomi Mi 8 নামে লঞ্চ করা হয়েছে, আর এতে iPhone Xয়ের মতন নচ দেওয়া হয়েছে

শেষ পর্যন্ত Xiaomi তাদের অষ্টম অ্যানিভার্সারিতে নিজেদের Xiaomi Mi8 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ডিভাইসটি চিনে লঞ্চ করা হয়েছে। আর আপনাদের বলেদি যে এই ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর অ্যাপেল আইফোন X য়ের মতন নচ। এই ফোনটির দ্বিতীয় বড় বৈশিষ্ট্য এর সুপার AMOLED ডিসপ্লে। আর এছাড়া এই ফোনে হাই-এন্ড হার্ডওয়্যার দেওয়া হয়েছে। আর এই ফোনে DxOMark ফটো টেস্টে 105স্কোর করেছিল আর এছাড়া এই ডিভাইসে AI ক্ষমতা যুক্ত অ্যাডভান্স ফেসিয়াল রেকগজেশান প্রযুক্তির ব্যাবহার করা হয়েছে। আর এই ডিভাইসে এখনও পর্যন্ত চিনেই আনা হয়েছে। তবে মনে করা হচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি ভারতের সঙ্গে অন্য দেশেও লঞ্চ করা হবে।

আমরা যদি এই ফোনটির স্পেক্সের বিষয়ে কথা বলি তবে দেখা যাবে যে Xiaomi MI 8 স্মার্টফোনে একটি 6.21ইঞ্চির 1080×2248 পিক্সালের 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এছাড়া এতে স্যামসংয়ের তৈরি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এছাড়া এই ডিসপ্লেতে নচ ডিজাইন আছে।

এবার আমরা এই ফোনে একটি 20মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাব। আর এর সঙ্গে এতে নচ আর প্রক্সিমেটারি সেন্সার, ইয়ারপিস, ইনফ্রারেড লাইটিং আর ইনফারেড লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি একটি অ্যাডভান্স ফেস আনলক ফিচার দিয়েছে। আর এরকম বলা হচ্ছে যে এটি অ্যাপেল iPhone X য়ের থাকা ফেস ID র থেকেও বেশি সুরক্ষিত।

এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আছে আর এছাড়া এই ডিভাইসে এই প্রসেসারের সঙ্গে AnTuTU তে দেখা সব থেকে বেশি স্কোড় 301,472পেয়েছিল। আর এর থেকে বেশি স্কোর এই প্রসেসারের সঙ্গে অন্য কোন স্মার্টফোন পায়নি।

আমরা যদি এই ডিভাইসের রেয়ার ক্যামেরা কেমন তা দেখি তবে দেখা যাবে যে, এতে দুটি 12মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 Oreo আছে। আর এবার এই ডিভাইসের দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে যদি বলি তবে আপনাদের বলে দি যে এই ডিভাইসটি এখন শুধু চিনে আনা হয়েছে।

এই ডিভাইসটির আলাদা আলাদা র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,699 মানে প্রায় 28,350টাকা।। আর এর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,999 মানে ভারতীয় মুদ্রায় 31,503টাকা। আর এর সঙ্গে এর 6GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টের দাম RMB 3,299মানে ভারতে এর মূল্য প্রায় 34,655টাকা। আর এই ফোনের যে সব থেকে বড় আর শেষ র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তা হল 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আর এর দাম RMB 3,699 মানে ভারতীয় মুদ্রায় প্রায় 38,857টাকা হতে পারে।

আর এর সঙ্গে কোম্পানি Xiaomi Mi 8 SE ও লঞ্চ করে দিয়েছে। আর এই ডিভাইসের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ডিভাইসে 5.88ইঞ্চির একটি FHD+AMOLED নচ ডিসপ্লে আছে আর এই ডিভাইসটি দেখতে কিছুটা Mi MIX 2sয়ের মতন। এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এর প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710। এই ফোনে আপনারা একটি 12 আর একটি 5 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্টে 20মেগাপিক্সালের সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনের ব্যাটারি 3,120mAh।

এই ডিভাইসের দাম RMB 1,799মানে প্রায় 19,000টাকা আর এটি এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম আর এর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,999 মানে প্রায় 21,000টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo