Xiaomi Mi 8 SE আর MIX 2 স্মার্টফোন দুটির জন্য এল MIUI 10 স্টেবেল ROM আপডেট

Updated on 30-Aug-2018
HIGHLIGHTS

এই আপডেট এখন চিনে ROM য়ের মাধ্যমে এসেছে তবে এবার এটি আন্তর্জাতিক ভাবে ROM ভেরিয়েন্টে আপডেট করা হবে

Xiaomi MIUI 10 কে চিনে স্টেবেল ROM আপডেট দেওয়ার কথা জানিয়েছে। সাওমি ইউজার্সদের ফিডব্যাক থেকে এই বিষয়ে সংকেত পাওয়া গেছে যে MI 8 SE আর MIX 2 ফোন দুটি MIUI 10 য়ের স্টেবেল ROM আপডেট পাওয়া শুরু করেছে। MI 6 এই আপডেটের মতন অন্য মডেলে OTA আপডেট পাঠাতে পারে।

Mi 8 SE র জন্য MIUI 10 স্টেবেল ভার্সানের সাইজ 930MB আর আপগ্রেড ভার্সানের নম্বর 10.0.1.0.OEBCNFH। আর Xiaomi MIX 2 য়ের জন্য এই আপডেট প্যাকেজের সাইজ 620MB আর এর আপগ্রেটেড ভার্সান 10.0.0.1.0.)DECNFH। আর এই আপডেট এবার চিনে ROM ইউজার্সদের জন্য দেওয়া শুরু হয়েছে আর এবার আন্তর্জাতিক স্টেবাল ROM ভেরিয়েন্টের জন্য এই আপডেট দেওয়া শুরু হবে।

MIUI 10 অ্যান্ড্রয়েড 8.0 ওরিও নির্ভর আর এর সব থেকে বড় আপগ্রেড AI প্রযুক্তি। MIUI 10 য়ে AI প্রযুক্তি নতুন ফিচার্স। আর MIUI 10 য়ের অন্য স্পেশালিটি এই আপডেট আগের সাওমি ফোনের জন্য সিঙ্গেল ক্যামেরাতে বোখে মোড আঞ্ছে আর এই ফোনে Xiaomi MI 5 আর Xiaomi Mi Note 2 আছে। কাস্টম ROM য়ের নতুন ড্রাইভিং মোড, স্মার্ট হোম গ্যাজেট ম্যানেজার আর MIUI 9 আছে আর সঙ্গে আছে অন্য ফিচার্স।

MI 8 SE য়ের স্পেসিফিকেশান

আমরা যদি Mi 8 SE র বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে 5.88 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে আছে যা নচ যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ 710 প্রসেসার যুক্ত। আর এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এই ফোনে 12MP+5MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে 3,120mAh য়ের ব্যাটারি আছে।

এই ফোনটি RMB 1,799 মানে প্রায় 19,000 টাকা দামে 4GB/64GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এরছারা এর 6GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,999 মানে প্রায় 21,000টাকা।

 

Connect On :