Xiaomi Mi Note 3 আগামী মাসে লঞ্চ হবে

Updated on 24-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেম যুক্ত হবে

Xiaomi তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Mi Note 3 কে আগামী মাসে লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে যে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি MIUI 9 যুক্ত হবে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেম যুক্ত হবে।

খবর অনুসারে Xiaomi Mi Note 3 তে OLED ডিসপ্লে থাকবে। এর সঙ্গে কোম্পানি এই ফোনটির সঙ্গে Mi মিক্স 2 কেও নিয়ে আসবে। তবে গত বছরও Xiaomi Mi Note 2 আর Xiaomi Mi Mix কে এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

আরও দেখুনঃ Oppo R11, R11 Plus কে লঞ্চের আগে দেখা গেল

এর আগের রিপোর্ট অনুসারে, Xiaomi Mi Note 3  তে কার্ভড ডিসপ্লে থাকবে, যা Mi Note 2  তে দেখা গেছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা- কোর প্রসেসার যুক্ত হবে।

এর সঙ্গে এতে 8GB’র র‍্যাম আর 128GB/256GB ‘র ইন্টারনাল স্টোরেজও থাকবে। এতে 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4070mAh  এর ব্যাআটারিও থাকবে। এর দাম $750 (Rs. 48,213) এর আশেপাশে হতে পারে।

আরও দেখুনঃ Huawei Honor 6A ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

আরও দেখুনঃ Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দাম Rs. 197

সোর্সঃ

Connect On :