Xiaomi Mi Note 3 আগামী মাসে লঞ্চ হবে

Xiaomi Mi Note 3 আগামী মাসে লঞ্চ হবে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেম যুক্ত হবে

Xiaomi তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Mi Note 3 কে আগামী মাসে লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে যে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি MIUI 9 যুক্ত হবে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেম যুক্ত হবে।

খবর অনুসারে Xiaomi Mi Note 3 তে OLED ডিসপ্লে থাকবে। এর সঙ্গে কোম্পানি এই ফোনটির সঙ্গে Mi মিক্স 2 কেও নিয়ে আসবে। তবে গত বছরও Xiaomi Mi Note 2 আর Xiaomi Mi Mix কে এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

আরও দেখুনঃ Oppo R11, R11 Plus কে লঞ্চের আগে দেখা গেল

এর আগের রিপোর্ট অনুসারে, Xiaomi Mi Note 3  তে কার্ভড ডিসপ্লে থাকবে, যা Mi Note 2  তে দেখা গেছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা- কোর প্রসেসার যুক্ত হবে।

এর সঙ্গে এতে 8GB’র র‍্যাম আর 128GB/256GB ‘র ইন্টারনাল স্টোরেজও থাকবে। এতে 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4070mAh  এর ব্যাআটারিও থাকবে। এর দাম $750 (Rs. 48,213) এর আশেপাশে হতে পারে।

আরও দেখুনঃ Huawei Honor 6A ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

আরও দেখুনঃ Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দাম Rs. 197

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo