Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি 2017 সালের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে

Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি 2017 সালের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হতে পারে

আমরা জানি যে সাওমি Xiaomi Mi Note 2 এর নতুন ভেরিয়েন্টের ওপর কাজ করছে আর তাড়াতাড়িই বাজারে Xiaomi Mi Note 3 স্মার্টফোন আসতে চলেছে. এবার একটি টাটকা লিক অনুসারে জানা গেছে যে,2017 সালের তৃতীয় ভাগে এই নতুন ভার্শনটি আনা হতে পারে.

এর সঙ্গে খবর পাওয়া গেছে যে এতে OLED ডিসপ্লে থাকবে. এর সঙ্গে এই ফোন গুলির সঙ্গে কোম্পানি Mi মিক্স 2 কেও নিয়ে আসবে. গত বছরেও Xiaomi Mi Note 2 আর Xiaomi Mi Mix কেও এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল.

আরো দেখুন: Xiaomi Mi 6 মে মাসের শেষে ভারতে লঞ্চ হবে, এর দাম হবে Rs.26,999: রিপোর্ট

এর আগে সামনে আসা রিপোর্ট অনুসারে, Xiaomi Mi Note 3 তে কার্ভড ডিসপ্লে থাকবে, যেমন Mi Note 2 তে দেখা গেছে তেমনই. এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হবে. এর সঙ্গে এতে 8GB র্যাম আর 128GB/256GB র ইন্টারনাল স্টোরেজও থাকবে. এতে 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4070mAh এর ব্যাটারি থাকবে. এর দাম $750 (Rs. 48,213) এর কাছে হতে পারে.

আরো দেখুন: BSNL খুব তাড়াতাড়ি আনবে তিনটি নতুন প্ল্যান, Rs. 399 দামের অফারে রোজ পাওয়া যাবে 3GB ডাটা

আরো দেখুন: Xiaomi Mi Mix 2, 4500mAh এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo