Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি এই মাসে লঞ্চ হতে পারে

Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি এই মাসে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

এটি স্ন্যাপড্র্যাগন 835প্রসেসার যুক্ত হতে পারে, আর এর সঙ্গে এতে 6GB’র র‍্যাম থাকতে পারে

আপনি যদি বহুদিন ধরে Xiaomi Mi Note 3 ফোনটির অপেক্ষায় আছেন তবে, আপনার জন্য একটি ভাল খবর আসতে চলেছে। আসলে চিন থেকে পাওয়া একটি নতুন গুজব অনুসারে, কোম্পানি Mi Note 3 খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। কোম্পানি গত বছর Mi Note 2 কেও বেশ দেরিতেই নিয়ে এসেছিল। এই ফোনটি গত বছরের নভেম্বরে লঞ্চ হয়েছিল। আসা করা হচ্ছে যে Xiaomi Mi note 3 এই মাসে আনা হবে।

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

এর আগে সামনে আসা খবরে বলা হয়েছিল যে, Xiaomi Mi Note 3 আগস্টের বদলে সেপ্টেম্বরে আসতে পারে। এখনও অব্দি সামনে আসা বেশিরভাগ খবর সাওমির সাপ্লাই চেনের মাধ্যমে সামনে এসেছে। এই ফোনটি স্যামসং এর সুপার AMOLEd টাচস্ক্রিন যুক্ত হবে, এই ডিসপ্লেটি QHD রেজিলিউশান যুক্ত হবে। এর সঙ্গে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত হতে পারে। আর এর সঙ্গে এতে 6GB’র র‍্যামও থাকতে পারে।

এর আগেও Mi Note 3 এর বিষয়ে কিছু লিক সামনে এসেছিল, এই লিক অনুসারে এই ডিভাইসটিতে 5.7-ইঞ্চির QHD কার্ভড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশান 2560×1440 পিক্সাল হবে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে আসবে- 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর 8GB র‍্যামের সঙ্গে 256GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

সোর্সঃ  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo