digit zero1 awards

সাওমি Mi Note 3 এর Kris Wu লিমিটেড এডিশান লঞ্চ করল

সাওমি Mi Note 3 এর Kris Wu লিমিটেড এডিশান লঞ্চ করল
HIGHLIGHTS

Mi Note 3 Kris Wu এডিশান ডিভাইসের ব্যাকে গোল্ডেন কালারে Kris Wu নাম লেখা আছে

Xiaomi এই বছরের সেপ্টেম্বরে চিনে নিজেদের ফোন Mi Note 3 লঞ্চ করেছিল। এবার Xiaomi তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার Wu Yifan এর জন্য Mi Note 3 ফোনটির স্পেশাল এডিশান লঞ্চ করেছে। Wu Yifan একজন চিনা-ক্যানাডিয়ান অভিনেতা ও গায়ক যিনি Kris Wu নামেও পরিচিত। সাওমি  Kris Wu এর জন্মদিনের উপহার হিসবে  এই ফোনটি লঞ্চ করেছে।  

Mi Note 3 ফোনটি ৪ দিকে কার্ভড গ্লাস বডি যুক্ত আর এই ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল। এই স্মার্টফোনটিতে 64 বিট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার আর অ্যাড্রিনো 540 GPU দেওয়া হয়েছে। এই ডিভাইসটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট যুক্ত। একটি ভেরিয়েন্টে 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে আর অন্য ভেরিয়েন্টটিতে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায় না। Mi Note 3 কার্ভড ব্যাক আর এন্ডার গ্লাস ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত। এই ফোনের স্পেশাল এডিশানে ডিভাইসের ব্যাক সাইডে গোল্ডেন কালারে Kris Wu এর নাম লেখা আছে।

এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে 12 মেগাপিক্সালের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 1.25μm পিক্সাল সাইজ f/1.8 অ্যাপার্চার, ডুয়াল টোন LED ফ্ল্যাশ, 4-অ্যাক্সিস OIS আর 4K ভিডিও রেকর্ডিং যুক্ত আর সেখানে এই ফোনের 12 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা 1.0 μm পিক্সাল সাইজ, 52mm পোট্রেট লেন্স আর f/2.6 অ্যাপার্চার দেওয়া হয়েছে। এর ফ্রন্টে 16 মেগাপিক্সালের শুটার আছে যা 2um পিক্সাল সাইজ যুক্ত আর এর সঙ্গে এই ফোনে AI বিউটি ফিকেশানের অপশানও আছে। এই ডিভাইসটি AI বেস্ট ফেসিয়াল রেকগজিশান আর IR ব্লাস্টার ফিচার্স অফার করে।

এই স্মার্টফোনটি MIUI 9 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে চলে, এই ডিভাইসটিতে 3050 mAh এর নন রিমুভেবেল ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ডুয়াল-ব্যান্ড, WiFi ডাইরেক্টার, ব্লুটুথ 5.0, USB-C আর NFC দেওয়া হয়েছে। এই ডিভাইসট্রি মেজারমেন্ট 152.6×73.95×7.6 mm আর এর ওজন 163 গ্রাম।

ইমেজ সোর্সঃ 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo