4GB র্যা ম যুক্ত Xiaomi Mi Note 3 ফোনটির সব থেকে সস্তার ভেরিয়েন্ট লঞ্চ হল
Xiaomi Mi Note 3 ফোনটির এই ভেরিয়েন্টটির দাম CNY 1,999 ($301), এই মডেলটি ২৩ নভেম্বর থেকে পাওয়া যাবে
সাওমি সেপ্টেম্বরে Mi Note 3 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ডিভাইসটি দুটি মেমারি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। একটি ভেরিয়েন্টে 6GB র্যাম আর 64GB স্টোরেজ ছিল যার দাম CNY 2,299 ($346) আর অন্য ভেরিয়েন্টটিতে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ আছে যার দাম CNY 2,699 ($406)।
সাওমির Xiaomi Mi Note 3 স্মার্টফোনটির আরও একটি ভেরিয়েন্ট লঞ্চ হল। আরও বেশি সংখ্যক গ্রাহক যাতে এই ফোনটি কিনতে পারে সেই জন্যই এই নতুন ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে। আর এই নতুন ভেরিয়েন্টটি এই সাওমি ফোনের সব থেকে সস্তার মডেল। এই নতুন ভেরিয়েন্টের র্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 64GB। Xiaomi Mi Note 3 ফোনের এই ভেরিয়েন্টটির দাম CNY 1,999 ($301) । এটি ২৩ নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।
এই মডেলটিতে আগের দুটি ভেরিয়েন্টের তুলনায় শুধু র্যাম কম। এই ভেরিয়েন্টটিতে স্ন্যাপড্র্যাগন 660 CPU, 5.5 ইঞ্চির 1080p LCD ডিসপ্লে আছে আর এই ডিভাইসে 12MP’র ডুয়াল ক্যামেরা আছে।