Xiaomi Mi Note 3 ফোনটির প্রেস রেন্ডার লিক হল, এটি বেজাল লেস ডিজাইনের সঙ্গে দেখা গেছে

Xiaomi Mi Note 3 ফোনটির প্রেস রেন্ডার লিক হল, এটি বেজাল লেস ডিজাইনের সঙ্গে দেখা গেছে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি 4070mAh ব্যাটারি যুক্ত যা কোয়াল্কমের কুইক চার্জ 4.0 ফাস্ট চার্জিং টেকনলজি যুক্ত

সবাই জানেন যে অনেক দিন ধরেই সাওমি তাদের পরবর্তী ফোন Mi Note 3 এর ওপর কাজ করছে। এই স্মার্টফোনটিতে স্যামসং এর তৈরি করা ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এবার এই ফোনটির একটি নতুন ভিডিও লিক হয়েছে যাতে বেজেল লেস ডিজাইন দেখা গেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Science & Knowledge নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, এই ভিডিওটিতে একটি ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গেছে। এই ডিসপ্লের সাইড বেশ পাতলা। এই রেন্ডারে এই ফোনটির ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছে। এই ভিডিওটির মাধ্যমে Mi Note 3 এর কিছু স্পেক্স জানা গেছে। এই ফোনটিতে 5.8-ইঞ্চির OLED ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার, অ্যাড্রিনো 540 GPU, অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট, 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র‍্যাম, 5200mAh ব্যাটারি, 23MP রেয়ার ক্যামেরা আর 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

এর আগেও Mi Note 3 এর বিষয়ে কিছু লিক সামনে এসেছিল, সেই লিক গুলি অনুসারে এই ডিভাইসটিতে 5.7- ইঞ্চির QHD কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 2560×1440 পিক্সাল হবে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে আসবে- 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আর 8GB র‍্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo