Xiaomi Mi Note 2 স্পেশাল এডিশান 6GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

Updated on 12-Jul-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 4070mAh এর ব্যাটারি আছে আর এই ফোনটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে

সাওমি Mi Note 2গত বছর অক্টোবরে  Mi Mix এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি Xiaomi Mi Note 2 স্পেশাল এডিশান লঞ্চ করেছে। এই নতুন ভেরিয়েন্টের দাম   2,599 Yuan, ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় Rs 24,659। Xiaomi Mi Note 2 স্পেশাল এডিশান 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনটি কোম্পানি তিনটি ভেরিয়েন্টে নিয়ে এসেছে। এটি আপনি 4GB র‍্যাম/ 64GB স্টোরেজ অপশানের সঙ্গে পাবেন এই ভার্শানটির দাম CNY 2,799 এছাড়া আপনি এটি 6GB র‍্যাম/128GB স্টোরেজের সঙ্গেও পাবেন যার দাম CNY 3,299 আর এর সঙ্গে এই ফোনের গ্লোবাল এডিশানটি পাবেন যা 6GB র‍্যাম/128GB স্টোরেজ যুক্ত আর এর দাম CNY 3,499. শেষের ভার্শানটির কথা বললে বলতে হয় যে এটি গ্লোবালি LTE ব্যান্ডস সাপোর্ট করে।

এই ফোনটির স্পেক্সের বিষয়ে কথা বললে বলতে হয় যে এটি 5.7-ইঞ্চির OLED ডিসপ্লে 77.2 পারসেন্ট স্ক্রিন টু বডি রেশিও আর 110 পারসেন্ট NSTC গামুটের সঙ্গে পাওয়া যাবে। এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে এতে আপনি 2.35GHz কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার পাবেন আর এই ফোনটিতে আপনি 4070mAh এর ব্যাটারি পাবেন যা কুইক চার্জ 3.0’র সঙ্গে পাকয়া যাবে।

এর সঙ্গে আপনি এতে 22.56MP’র রেয়ার ক্যামেরা সোনি IMX318 Exmor RS সেন্সার f/2.0 অ্যাপার্চার, PDAF আর EIS এর সঙ্গে 3-axis gyroscope এর সঙ্গে দেওয়া হয়েছে। যার ফলে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা হয় তবে দেখা যাবে যে এই ফোনে 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

সোর্সঃ 

Connect On :