Xiaomi Mi MIX স্মার্টফোনটি ২০১৬ সালের অক্টোবড় মাসে লঞ্চ হয়েছিল, যা খুব তাড়াতাড়ি MIUI 9 এর আপডেট পাবে
Xiaomi Mi Mix পরবর্তী হ্যান্ডসেট হবে যাতে MIUI 9 এর আপডেট পাবে। সাওমি ২০১৬ সালের ফ্ল্যাগশিপ ডিভাইস্টি অফিসিয়ালি MIUI V9.1.2.0.NAHCNEI আপডেট পাওয়া শুরু করেছে।
MIUI 9 অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট যুক্ত আর এতে বেশ কিছু নতুন ফিচার্স আসবে, যেমন হোম স্ক্রিন অ্যাসিস্টেন্স, অ্যাপের জন্য স্টিল্টার স্ক্রিন মোড, হোমস্ক্রিনে অ্যানিমেটেড অ্যাপ সহ আর বেশ কিছু ফিচার্স আছে।
Xiaomi Mi MIX স্মার্টফোনটি ২০১৬ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6.40 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে আছে যা 1080 x 2040 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসটিতে কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার যুক্ত আর এতে 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
Xiaomi Mi MIX ফোনটিতে 16 মেগাপিক্সালের প্রাইমারী ক্যামেরা দেওয়া হয়েছে আর সেলফির জন্য এই ডিভাইসে 5 মেগাপিক্সালের ফ্রন্ট শুটার আছে।
সম্প্রতি Xiaomi Mi 5 আর Mi 5s Plus এর জন্য MIUI 9 আপডেট পাওয়া শুরু করেছে।