এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট যুক্ত প্রথম ফোন হতে পারে
একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে সাওমি MWC 2018তে Xiaomi Mi Mix 2Sফোনটি লঞ্চ করতে পারে। আর এবার কোম্পানি চিনে Mi MIX 2 ফোনটির দাম 800 Yuan কমিয়েছে। আর মনে করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটির দাম এই জন্য কমিয়েছে কারন, কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনটির নতুন ভার্সান Mi Mix 2S লঞ্চ করতে চলেছে। অ্যামাজনের 10,000টাকা দামের মধ্যে কিছু অসাধারন স্মার্টফোন
দাম কমার কারন হিসাবে এও মনে করা হচ্ছে যে- Xiaomi Mi Mix 2 ফোনটির বিক্রি কমে যাওয়া আর এর নতুন ভার্সান লঞ্চ হওয়ার সম্ভাবনা।
এখনও অব্দি Mi Mix 2S ফোনটির বিষয়ে বেশ কিছু লিক সামনে এসেছে, যা থেকে এই ফোনটির বিষয়ে অনেক কিছু জানা গেছে। এই ফোনটিতে ফুল স্ক্রিন ডিজাইন থাকতে পারে। আর এই ফোনে বেশি স্ক্রিন-টু-বডি-রেশিও থাকতে পারে।
আর এর সঙ্গে এও মনে করা হচ্ছে যে এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845চিপসেট যুক্ত হতে প্রথম ফোন হতে পারে। আর এর সঙ্গে এই ফোনটিতে 8GB র্যামও থাকতে পারে।