স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার যুক্ত বিশ্বের প্রথম ফোন হতে পারে Xiaomi Mi Mix 2S

Updated on 07-Feb-2018
HIGHLIGHTS

কোম্পানি এটি MWC 2018’র আগেই লঞ্চ করতে পারে, যদি কোম্পানি এরকম করতে সফল হয় তবে এটি স্ন্যাপড্র্যাগন 845প্রসেসার যুক্ত বিশ্বের প্রথম ফোন হবে

Xiaomi Mi Mix 2S স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে। আর যদি এই ফোনটিতে এই চিপসেটটি থাকে তবে এই ফোনটি খুবই শক্তিশালী হবে। এই ফোনটির কোড নেম “Polaris” আর এটি এনটুটুতে খুব ভাল স্কোর করেছে। অ্যামাজনে স্মার্টফোনের সঙ্গে কিন্ডলে বই সহ আরও অন্যান্য জিনিসের ওপরও ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এমনিতে বিগত বেশ কিছু সময় ধরে Xiaomi Mi Mix 2S ফোনটির বিষয়ে বেশ কিছু লিক সামনে এসেছে। প্রথমে যে লিকটি জানা গেছিল সেটি অনুসারে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার থাকার কথা।

https://twitter.com/UniverseIce/status/960811863024873472?ref_src=twsrc%5Etfw

 

আর এর সঙ্গে এই দাবি করা হয়েছিল যে, কোম্পানি এটি MWC 2018’র আগেই লঞ্চ করতে পারে। আর যদি কোম্পানি রকম করতে সফল হয় তবে এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার যুক্ত বিশ্বের প্রথম ফোন হবে।

সোর্সঃ

 

Connect On :