Xiaomi Mi Mix 2 স্মার্টফোনটি 5.99 ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে 10 অক্টোবর লঞ্চ হবে
Xiaomi Mi Mix 2 স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেকের সঙ্গে 10 অক্টোবর ভারতে লঞ্চ হবে
চিনের স্মার্টফোন তৈরির কোম্পানির বেজেল লেস Xiaomi Mi Mix 2 স্মার্টফোনটি 10 অক্টোবর ভারতে লঞ্চ হবে। কোম্পানি গত মাসে ঘোষনা করেছিল যে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোনটি কোম্পানির প্রথম মেন্সট্রিম ফ্ল্যাগশিপ ডিভাইস হবে।
Xiaomi Mi Mix 2 একটি পাতলা আর প্রায় বেজেল-লেস ডিজানের স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে 7 সিরিজ অ্যালুমিনিয়াম ফ্রেম আর কার্ভড সেরামিক বডি ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5.99 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকবে যা ফুল HD+ 2160 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত হবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 অফার করে। এতে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক 6GB র্যাম আর 64GB, 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে।
এই ফোনের ক্যামেরার কথা বললে দেখা যাবে যে, Mi Mix 2 স্মার্টফোনটিতে 12MP’র সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা সোনি IMX386 সেন্সার যুক্ত, যেমন Xiaomi ফ্ল্যাগশিপ Mi 6এ দেখা গেছে। এর রেয়ার ক্যামেরা 1.25 মাইক্রোন পিক্সাল, ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলিজেশান সাপোর্ট করে। Mi Mix 2 তে 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Xiaomi এই হ্যান্ডসেটে Andy Rubin এর এসেন্সিয়াল ফোনের মতন হিডেন স্পিকার টেকার অডিও আউটপুটের রিডিজাইন করেছে।
Mi Mix 2 স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের MIUI 9 এ চলে আর এতে 400mAh এর ব্যাটারি আছে। Mi Mix 2 এর 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,299 Yuan (প্রায় Rs 33,000), আর এর 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ক্রমশ 3,599 Yuan (প্রায় Rs 36,000) আর 3,999 Yuan (প্রায় Rs 40,000)।
Xiaomi তার স্পেশাল এডিশান Mi Mix 2ও লঞ্চ করেছে যাতে সেরামিক ইউনিবডি দেওয়া হয়েছে আর এই ভেরিয়েন্টটি 8GB র্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। এই ডিভাইসে আপনি ব্ল্যাক আর হোয়াইট কালার ভেরিয়েন্টের অপশান পাবেন। এর দাম 4,699 Yuan (প্রায় Rs 47,000)।