6GB র্যা ম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত Xiaomi Mi Mix 2 ভারতে লঞ্চ হল
এই ডিভাইসটির দাম Rs 35,999 আর এটি 17 অক্টোবর থেকে ফ্লিপকার্টে বিশেষ ভাবে পাওয়া যাবে
Xiaomi ভারতে তাদের সেকেন্ড জেনারেশানের বেজেল-লেস স্মার্টফোন Mi Mix 2 লঞ্চ করেছে। এই হেডসেটটির দাম Rs 35,999 আর এই ডিভাইসটি 17 অক্টোবর থেকে বিশেষ ভাবে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি ভারতে কোম্পানির এই বছরের প্রথম প্রিমিয়াম স্মার্টফোন। এর প্রথম সেল 17 অক্টোবর ফ্লিপকার্ট আর Mi.com এ শুরু হবে। এই স্মার্টফোনটি অফালাইন রিটেল চ্যানেলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিনতে পারা যাবে।
Mi Mix 2 গত মাসে চিনে লঞ্চ হয়েছিল আর কোম্পানির দাবি ছিল যে এর প্রথম সেল 58 সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়েগেছিল। এই ডিভাইসটি আগের ভার্শানের থেকে পাতলা। এই ডিভাইসটি 7 সিরিজ অ্যালুমিনিয়াম ফ্রেম যুক্ত আর এর চার দিকে কার্ভড সেরামিক বডি ডিজাইন দেওয়া হয়েছে।
এর স্পেসিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক। Mi Mix 2তে 5.99 ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2160 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই স্মার্টফোনটিতে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক, 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। অন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের মতন Mi Mix 2 ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত নয়।
Mi Mix 2 ফোনটিতে 12MP’র সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা সোনির IMX386 সেন্সার যুক্ত, যা আমরা Xiaomi’র Mi 6 ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখেছি। এর রেয়ার ক্যামেরা সেন্সার 1.25 মাইক্রন পিক্সাল যুক্ত আর ফোর-অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশান তথা ডুয়াল-টোন LEDফ্ল্যাশ সাপোর্ট করে। এর ফ্রন্টে 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে।
Xiaomi’র Mi Mix 2 ডুয়াল ব্যান্ড WiFi 802.11ac,ব্লুটুথ 5.0, NFC সাপোর্ট করে কিন্তু এই ডিভাইসে 3.5mm অডিও জ্যাক নেই। আর এর ফোনটি LTE ব্যান্ড সাপোর্ট করে যা সারা বিশ্বে 226 রিজেনে কাজ করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের MIUI 9 এ চলে আর ওয়ি ডিভাইসটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। Mi Mix 2 ফোনটিতে 3400mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যায়।