এই ডিভাইসে 6.4 ইঞ্চির (2560x1440p) IPS ডিসপ্লে আছে
Xiaomi র স্মার্টফোন Xiaomi Mi Mix 2 র লঞ্চিং এই বছরের দ্বিতীয় ভাগে লঞ্চ করা হবে. একটি চাইনিজ ওয়েবসাইট GearBest এই স্মার্টফোনটিকে ফুল স্পেসিফিকেশন সহ লিস্টিং করেছে.
এই লিকে বলা হয়েছে যে এই ডিভাইসে ইয়ার পিস আর সাউন্ড আউটপুটের জন্য নিউ জেনারেশান টেকনিক এর ব্যবহার করা হবে. এই ডিভাইসে 6.4 ইঞ্চি (2560x1440p) IPS ডিসপ্লে আছে.
এই ডিভাইসের প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 825 অক্টা-কোর 2.45 GHz আছে. এই ডিভাইসের র্যাম 4/6/8GB আর ইন্টারনাল স্টোরেজ 64/128/256GB যুক্ত. এই ডিভাইসটিতে ডুয়াল সিম কার্ড স্লট আছে.
এই ডিভাইসে 4,500mAh এর ব্যাটারি আছে. Mi Mix 2 এ 19 মেগাপিক্সাল ক্যামেরা আছে. এই ডিভাইসে ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সালের. কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G, WiFi (802.11a/b/g/n/ac), ব্লুটুথ 4.2, A-GPS / Glonass আর মাইক্রো USB পোর্ট আছে.