Xiaomi Mi Mix 2 এর ইমেজ লিক হল
Xiaomi Mi Mix 2 স্লিম আর আকর্ষণীয় হবে
Xiaomi Mi Mix 2 এর ইমেজ লিক হল, Xiaomi’র CEO লি জুন প্রথমে জানান যে Mi Mix 2ও ফ্রেঞ্চ ডিজাইনার ফিলিপ স্টার্ক ডিজাইন করবেন।
সাওমির প্রধান Mi Mix কে আকর্ষণীয় ভাবে ডিজাইন করা হয়েছিল। যা একটি বেজেল-লেস স্মার্টফোন ছিল। তবে এবছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর আর নিচে দুদিকেই বেজেল থাকবে।
Weibo তে Mi Mix 2 এর ইমেজ শেয়ার হয়েছে, যাতে ফোনের ফ্রন্টের দিক দেখা গেছে। এই স্মার্টফোনটি দেখার ক্ষেত্রে বেশ আকর্ষণীয় হবে। এই ফোনটি বেশ পাতলা আর এটি একটি মেটালিক বডির ফোন হবে। ফোনের কর্নার রাউন্ডেড হতে পারে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরার বিষয়ে কিছু জানা যায়নি, মনে হচ্ছে যে এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকবেনা।
সাওমির এই নতুন ফোন, Xiaomi Mi Mix 2 এ AMOLED ডিসপ্লে থাকতে পারে। মনে করা হচ্ছে যে এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 আর 6GB র্যাম থাকবে। আসা করা হচ্ছে যে এই ফোনটিতে 4500mAh এর ব্যাটারি থাকবে আর এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 19MP’র হবে। এর দাম 4,999 Yuan মানে প্রায় 50,000 টাকা হতে পারে।