Xiaomi Mi Mix 2, 4500mAh এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

Updated on 24-Apr-2017
HIGHLIGHTS

এই ডিভাইসে 4GB/6GB/8GB র্যামের বিকল্প আছে

চিনের ফোন তৈরিকারী কোম্পানি Xiaomi তাদের আপকামিং স্মার্টফোন Xiaomi Mi Mix 2 র ওপর কাজ করছে, মনে করা হচ্ছে যে এই বছরের দ্বিতীয় ভাগে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে.

Xiaomi Mi Mix 2 তে 6.4 ইঞ্চি QHD (2560×1440 pixel) ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 825 অক্টা কোর প্রসেসার আছে. এই ডিভাইসে দুটি সিম কার্ড স্লট আছে.

আরো দেখুন: BSNL খুব তাড়াতাড়ি আনবে তিনটি নতুন প্ল্যান, Rs. 399 দামের অফারে রোজ পাওয়া যাবে 3GB ডাটা  

এই ডিভাইসটিতে 4500mAh ব্যাটারি আছে. এই ডিভাইসে 19 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে. এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সালের. এছাড়া এতে USB Type-C port ও আছে.

এই ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ইন্টিগ্রেটেড. এছাড়া এই ডিভাইসে 4G, WiFi (802.11a/b/g/n/ac), ব্লুটুথ 4.2,  A-GPS / Glonass, গ্র্যাভিটি সেন্সার আর প্রক্সিমিটি সেন্সার আছে. এই ডিভাইসে 4GB/6GB/8GB র্যামের বিকল্প আছে. এই স্মার্টফোনটিতে ইন্টারনাল স্টোরেজের জন্য 128 আর 256GB র স্টোরেজ অপশনও আছে.

আরো দেখুন: সোশাল মিডিয়াতে উষ্কানিমূলক পোস্ট এবার আপনাকে জেলে পৌঁছাতে পারে

আরো দেখুন: HTC U ফ্ল্যাগশিপ স্মার্টফোন 15ই মে লঞ্চ হবে

ইমেজ সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :