চিনের ফোন তৈরির কোম্পানি Xiaomiর আপকামিং স্মার্টফোন Xiaomi Mi Mix 2 তে Samsung এর ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিভাইসের বডি টু স্ক্রিন রেসিয়ো 90 শতাংশ। Xiaomi Mi Mix 2 তে 6.4 ইঞ্চির QHD (2560×1440 pixel) ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 825 অক্টা কোর প্রসেসার আছে। এই ডিভাইসে দুটি সিম স্লট আছে।
এই ডিভাইসের ব্যাটারি 4500mAh। এই ডিভাইসে 19 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সাল। এছাড়া এই ডিভাইসে USB Type-C port আছে।
এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ইন্টিগ্রেটেড আছে। এছাড়া এই ডিভাইসে 4G, WiFi (802.11a/b/g/n/ac), ব্লুটুথ 4.2, A-GPS / Glonass, গ্র্যাভিটি সেন্সার আর প্রক্সিমিটিং সেন্সার আছে। এই ডিভাইসে 4GB/6GB/8GB র্যামের বিকল্প আছে। এতে ইন্টারনাল স্টোরেজের অপশন 128 GB আর 256GB’র।