Xiaomi Mi Mix 2 তে থাকবে Samsung এর ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে

Updated on 24-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসে বডি টু স্ক্রিন রেসিয়ো 90 শতাংশ

চিনের ফোন তৈরির কোম্পানি Xiaomiর আপকামিং স্মার্টফোন Xiaomi Mi Mix 2 তে Samsung এর ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিভাইসের বডি টু স্ক্রিন রেসিয়ো 90 শতাংশ।
Xiaomi Mi Mix 2 তে  6.4 ইঞ্চির QHD (2560×1440 pixel) ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 825 অক্টা কোর প্রসেসার আছে। এই ডিভাইসে দুটি সিম স্লট আছে।

আরও দেখুনঃ Xiaomi Mi 6 Ceramic Edition এর সেল শুরু হয়ে গেছে

এই ডিভাইসের ব্যাটারি 4500mAh। এই ডিভাইসে 19 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সাল। এছাড়া এই ডিভাইসে USB Type-C port আছে।

এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ইন্টিগ্রেটেড আছে। এছাড়া এই ডিভাইসে 4G, WiFi (802.11a/b/g/n/ac), ব্লুটুথ 4.2,  A-GPS / Glonass, গ্র্যাভিটি সেন্সার আর প্রক্সিমিটিং সেন্সার আছে। এই ডিভাইসে 4GB/6GB/8GB র‍্যামের বিকল্প আছে। এতে ইন্টারনাল স্টোরেজের অপশন 128 GB আর 256GB’র।

আরও দেখুনঃ Nubia Z 17, 1 জুন লঞ্চ হবে

আরও দেখুনঃ Meizu M5C এসে গেল, 3000mAh ব্যাটারির সঙ্গে

সোর্সঃ

Connect On :