Xiaomi Mi MIX 2 স্মার্টফোনটি 8GB র্যা মের সঙ্গে লঞ্চ হল

Updated on 12-Sep-2017
HIGHLIGHTS

Xiaomi তাদের Mi MIX 2 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে, এতে 5.99 ইঞ্চির বেজেল-লেস ডিসপ্লে আছে যার অ্যাস্পেক্ট রেসিও 18:9

এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, এর একটি ভেরিয়েন্টে 6GB র‍্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এছারা অন্য দুটি ভেরিয়েন্ট হল 6GB র‍্যাম ও 128GB স্টোরে ও 6GB র‍্যাম আর 256GB স্টোরেজ্জ ভেরিয়েন্টে যুক্ত। এর প্রথম ভেরিয়েন্টটির দাম CNY 3,299 (প্রায়Rs. 32,300), এছারা বাকি দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে   CNY 3,599 (প্রায়Rs. 35,300) ও CNY 3,999 (প্রায়Rs. 39,200)। Xiaomi তাদের Mi MIX 2 Special Editionও লঞ্চ করেছে যা ফুল সেরামিক বডি ডিজাইন দেওয়া হয়েছে, এর দাম CNY 4,699 (প্রায়Rs. 46,000)। এই স্মার্টফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে।

Xiaomi Mi Mix 2 ফোনটিতে পুরনো ফোনের তুলনায় ছোট বডি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির পুরনো ভেরিয়েন্টে 6.4 ইঞ্চির ডিসপ্লে ছিল, আর Xiaomi Mi Mix 2 ফোনটিতে 5.99 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই ফোনে ফ্রন্ট ক্যামেরাতে সুপার ব্ল্যাক লেন্স কাটিং দেওয়া হয়েছে। এই ফোনটিতে 7 সিরিজ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আর 6GB র‍্যাম আছে। এই ফোনের ব্যাক সাইডে 12 মেগাপিক্সালের Sony IMX386 সেন্সার আছে। এটি চারটি অ্যাক্সিস যুক্ত অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশান আছে। এই ফোনের ফ্রন্টে 5 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে যা ফেসিয়াল রেকগজিশান যুক্ত।  

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, ডুয়াল-ব্যান্ড 2.4GHz and 5GHz) Wi-Fi 802.11ac, GPS/ A-GPS, ব্লুটুথ v5.0 আর USB টাইপ- C সাপোর্ট করে।

সোর্স 

Connect On :