6.44-ইঞ্চির ডিসপ্লে আর 4850mAh ব্যাটারি যুক্ত সাওমির এই স্মার্টফোনটি এবার আরও স্পেশাল হয়ে উঠেছে

6.44-ইঞ্চির ডিসপ্লে আর 4850mAh ব্যাটারি যুক্ত সাওমির এই স্মার্টফোনটি এবার আরও স্পেশাল হয়ে উঠেছে
HIGHLIGHTS

সাওমি Xiaomi Mi Max এর জন্য MIUI 9 এর নির্দেশ আন্তর্জাতিক ভাবে দিয়ে দিয়েছে

Mi Max এর আপডেটেড ভার্শানের নাম V9.1.1.0.NBCMIEI আর এর সাইজ প্রায় 1.5 GB।     

MIUI 9 সাওমি ইউজার্সদের জন্য নতুন ফিচার্স নিয়ে আসছে যাতে স্পিল্টার, অ্যাপসের জন্য সার্চ ডুয়াল অ্যাপের নতুন অ্যাসিস্টেন্স ইত্যাদি দেওয়া হয়েছে।

এই আপডেটে বেশ কিছু কাস্টমাইজড ডিজাইন আছে আর ভারতীয় গ্রাহকদের জন্য ক্লোডার অ্যাপে স্পেশাল হ্লিডে কার্ডসের ট্রিটও পাওয়া যাচ্ছে।
Xiaomi Mi Maxদুটি ভার্শানে পাওয়ায যায়, স্ন্যাপড্র্যাগন 650 প্রসেসার, 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আর অন্য ভার্শানটিতে স্ন্যাপড্র্যাগন 652 প্রসেসার, 4GBর‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে।

Xiaomi Mi Max স্মার্টফোনটিতে 6.44ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এর ব্যাটারি 4850mAh এর। আর এতে একটি ওয়ান এন্ডেড মোড আছে। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে রেয়ার ক্যামেরাটি ফেস ডিটেকশান অটোফোকাস যুক্ত। এই ফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
সোর্সঃ 

Digit.in
Logo
Digit.in
Logo