Xiaomi র একটি টুইট থেকে জানা গেছে যে Mi Max 3 স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে
Xioami র Mi max 3 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করার বিষয়ে একটি টিজার সামনে এসেছে। Mi Max 3 ফোনটিতে 6.9 ইঞ্চির ইমর্ভ ডিসপ্লে আর 5500mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি Mi Max 2 বা Mi Max য়ের থেকে অনেকটাই বড়।
সাওমির একটি টুইট থেকে জানা গেছে যে Xiaomi Mi Max 3 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি এটা জানায়নি যে এই ডিভাইসটি ভারতে লঞ্চ করা হবে তবে সংকেত পাওয়া যাচ্ছে যে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আর আসা করা হচ্ছে যে এই ডিভাইসটি ভারতে 20,000 টাকা( ~Yuan 1893/$275) দামে লঞ্চ করা হবে।
Xiaomi Mi Max3 ফোনটিতে 6.9 ইঞ্চির স্ক্রিন ডিসপ্লে আছে যা 2160×1080 পিক্সালের ফুল HD রেজিলিউশান যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর Xiaomi র ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 SoC আছে আর এর ক্লক স্পিড 1.8GHz আর এটি অ্যাড্রিনো 509 গ্রাফিক্স প্রসেসার যুক্ত। আর এই ফোনে 4GB র্যাম আর 64Gb ইন্টারনাল স্টোরেজ আছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে Ai সাপোর্টেড 12MP+5MP য়ের ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত আর এর অ্যাপার্চার f/1.9 । আর এই ডিভাইসের ফ্রন্টে 8MP র ক্যামেরা আদছে আর এর অ্যাপার্চার f/2.0। আর এই ডিভাইসে AI নির্ভর ফিচার আছে যার মধ্যে AI বিউটিফাই আর ফেস আনলক ফিচার আছে। আর এটি 30fbps ইয়ে 1080p রেজিলিউশানের ভিডিও নেয়। আর এছাড়া এই ফোনে 720p য়ের 120-fps স্লো মোশান ভিডিও সাপোর্ট করে।
এটি VoLTE HD কলিং, 2.4G WiFi/5G WiFi/WiFi ডায়রেক্টার, ব্লুটুথ 5.0,GPS, AGPS USB টাইপ C আর হেডফোন জ্যাক যুক্ত।
Xiaomi Mi Max3 ফোনটি তিনটি কালার অপশানে পাওয়া যায়। আর এর মধ্যে ব্ল্যাক, শ্যাম্পেন গোল্ড, আর ব্লু কালার আছে। আর এই ডিভাইসের 6GB/128GB র দাম $250 আর 4GB/ 64GB র দাম $300।