Xiaomi Mi Max 2 5300mAh ব্যাটারির সঙ্গে 18 জুলাই ভারতে লঞ্চ হবে

Xiaomi Mi Max 2 5300mAh ব্যাটারির সঙ্গে 18 জুলাই ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Xiaomi Mi Max 2 বাজারে গগে থেকে উপস্থিত Mi Max এর জায়গা নেবে

Xiaomi Mi Max 2 ফোনটিকে কোম্পানি 18 জুলাই ভারতে নিয়ে আসতে পারে। কোম্পানি লঞ্চ ডেটের জন্য মিডিয়া ইনভিটেশন পাঠানো শুরু করে দিয়েছে। তবে এই ইনভিটেশনে ফোনের নামের উল্লেখ নেই, তবে অনুমান করা হচ্ছে যে এই দিন কোম্পানি Xiaomi Mi Max 2 কে ভারতে লঞ্চ করবে।

Xiaomi Mi Max 2 সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটি দুটি ভারিয়েন্টে আনা হয়েছিল। 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম 1,699 Yuan (প্রায় Rs. 15,948) আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম 1,999 Yuan (প্রায় Rs. 18,765)। এই স্মার্টফোনটি গোল্ড রঙে পাওয়া যাবে।

আপনাদের বলে রাখি যে Xiaomi Mi Max 2 বাজারে আগে থেকে উপস্থিত Xiaomi Mi Max এর জায়গা নেবে, যা গত বছর লঞ্চ করা হয়েছিল।

Xiaomi Mi Max 2 ফোনটিতে ফুল মেটাল বডী দেওয়া হয়েছে। এর সঙ্গে এটি 6.4-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর অ্যাড্রিনো 506GPU যুক্ত। এতে 4GB র‍্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ অপশান আছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo