Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 5টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে
এই স্মার্টফোনটিকে অন্য 4 টি কালার ভেরিয়েন্ট গ্রে, সিলভার, ব্ল্যাক আর হোয়াইট কালার ভেরিয়েন্টের সঙ্গে আনা হতে পারে
চিনের ফোন তৈরির কোম্পানি Xiomi’র স্মার্টফোন Mi Max 2 কে কালই চিনে লঞ্চ করেছিল। কোম্পানি Weibo’র মাধ্যমে এই খবরটির সত্যতা স্বীকার করেছিল। এই স্মার্টফোনটি এখন শুধু চিনে লঞ্চ করা হয়েছে।
এই স্মার্টফোনটিকে গোল্ড কালারে আনা হয়েছে। এবার খবর পাওয়া গেছে জে এই স্মার্টফোনটি আরও 4 টি কালার ভেরিয়েন্ট গ্রে, সিলভার, ব্ল্যাক আর হোয়াইট কালার ভেরিয়েন্টে আনা হতে পারে।
Xiaomi Mi Max 2 তে 12 মেগাপিক্সালের সোনি IMX378 রেয়ার সেন্সার থাকবে, এর সামনের দিকে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে। এর রেয়ার ক্যামেরা দিয়ে 4K (3840 x 2160) রেজিলিউশনের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে।
এই স্মার্টফোনটি মেটাল বডি ডিজাইনের। এছাড়া জানা গেছে যে, Xiaomi Mi Max 2 এর রেয়ার অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।
এর সঙ্গে Xiaomi Mi Max 2 তে 6.4-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে। এটি 4GB বা 6GB র্যামের সঙ্গে পাওয়া যাবে। এর সঙ্গে এতে 64GB/128GB ‘র ইন্টারনাল স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা আছে।
এই স্মার্টফোনটির দাম ,499 Yuan (প্রায় Rs 14,013) থেকে শুরু হতে পারে। এর বেশি পাওয়ারফুল ভেরিয়েন্টটির দাম 1,699 Yuan (প্রায় Rs 15,883) হতে পারে। এটিতে 5000mAh এর ব্যাটারি আছে।