Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 23 মে লঞ্চ হতে পারে
এই স্মার্টফোনে 6GB র্যাম আর 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে
গুজব ছিল যে, Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 29 এপ্রিল কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi Mi 6 এর সঙ্গে লঞ্চ করা হবে, কিন্তু তাহ্য়নি. এবার চিনের একটি রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটি 23 মে লঞ্চ করা হবে. এই রিপোর্টে এই স্মার্টফোনের স্পেকসের ব্যাপারেও খবর দেওয়া হয়েছে.
এই লিস্টিং থেকে এই স্মার্টফোনটির যে স্পেকস গুলি জানা গেছে তা হল, Xiaomi Mi Max 2 তে সামনের দিকে একটি 5 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে. রেয়ার ক্যামেরা দিয়ে 4K (3840 x 2160) রেজিলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে.
আরো দেখুন: Xiaomi Redmi Pro 2 অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, স্পেকসও সামনে এসেছে
এছাড়া ইটা জানা গেছে যে, Xiaomi Mi Max 2 মেটাল বডি ডিজাইন যুক্ত. এই ফোনের রেয়ার অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে.
এর সঙ্গে Xiaomi Mi Max 2 তে 6.4 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে. এটি 4GB বা 6GB র্যামের সঙ্গে আসবে. এর সঙ্গে এতে 64GB/128GB ইন্টারনাল স্টোরেজের অপশনও থাকতে পারে. এই স্মার্টফোনের দাম 1,499 Yuan(প্রায় Rs.14,013) থেকে শুরু হতে পারে. শক্তিশালী ব্যাটারি যুক্ত ভেরিইয়ান্টটির দাম 1,699 Yuan(প্রায় 15,883) হতে পারে. এটি 5000mAh এর ব্যাটারি যুক্ত হবে.
আরো দেখুন: Samsung Galaxy J7 Max অনলাইনে দেখা গেছে, সামনের মাসে ভারতে লঞ্চ হতে পারে