XIAOMI MI A3 ফোনটি আজ দুপুর 12টায় অ্যামাজন থেকে কেনা যাবে

XIAOMI MI A3 ফোনটি আজ দুপুর 12টায় অ্যামাজন থেকে কেনা যাবে
HIGHLIGHTS

আজ দুপুর 12টার সময়ে এই ফোনটির প্রথম ফ্ল্যাশ সেল হবে

এই ফোনটি আজ অ্যামাজনের সঙ্গে মি র অফিসিয়াল সাইটেও কেনা যাবে

এই ফোনের প্রাথমিক দাম 12,999টাকা

ভারতে সবে শাওমি তাদের Mi A3 ফোনটি লঞ্চ করেছে। আর এই মি এ3 ফোনটি আজই প্রথমবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে। এই ফোনটি আপনারা আজ দুপুর 12টার সময়ে অ্যামাজন, মি হোম আর মি ডট কম থেকে কিনতে পারবেন। এই ফোনের প্রাথমিক দাম 12,999 টাকা।

শাওমি Mi A3 ফোনের দাম আর অফার

শাওমির এই নতুন ফোনটি Mi A3 ভারতে দুটি ভেরিয়েন্টে এসেছে। এর বেস ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের আর এটি আপনারা 12,999 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এই ফোনের দ্বিতীয় ও বড় ভেরিয়েন্টটি হল 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের যা 15,999 টাকায় কেনা যাবে।

এইফনের সঙ্গে আপনারা যদি HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনেন তবে 750 টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে ক্যাশব্যাকের সুযোগ পাবেন। আর এর সঙ্গে আপনার 250 টাকা থেকে EMI য়ের সুযোগও পেতে পারেন।

আর এর সঙ্গে আপনারা এয়ারটেলের তরফে 249 টাকার রিচার্জের অফার পেতে পারেন।

শাওমি Mi A3 ফোনের স্পেক্স আর ফিচার্স

শাওমি তাদের Mi A3 ফোনটি সবে ভারতে লঞ্চ করেছে। এই ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য এই ফোনের ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর এই ফোনে আছে 48MP র রেয়ার ক্যামেরার সঙ্গে একটি 8 আর একটি 2 মেগাপিক্সালের ক্যামেরা। আর শাওমির এই ফোনে ফ্রন্টে ডট নচে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

শাওমি Mi A3 ফোনে আপনারা 6.08 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665। আর ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

শাওমির এই ফোনে একটি 4030mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনের ক্যামেরা গুলি সব AI ক্যামেরা।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo