Xiaomi Mi A2 স্মার্টফোনটি ভারতে 8 আগস্ট লঞ্চ করা হবে
Xiaomi Mi A2 স্মার্টফোনটি স্পেনে লঞ্চ করা হয়েছে আর আগামী মাসে এটি ভারতে লঞ্চ করা হবে। নতুন স্পেসিফিকেশান অনুসারে mi A2 স্মার্টফোনটি ভারতে কোয়াল্কমের ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 4.0 সাপোর্টের সঙ্গে আসবে আর অন্য দিকে এই সময়ে বাজারে অন্য যে স্মার্টফোন গুলি আছে তা 3.0 কুইক চার্স সাপোর্ট করে। আর ভারতে এই ডিভাইসটি 8 আগস্ট লঞ্চ করা হবে।
স্ন্যাপড্র্যাগন 660 র স্পেক্সের দিকে যদি আমরা দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোনটি চিপসেটের কুইক চার্জ 4.0 সাপোর্ট করে।
ইউজার্সদের কুইক চার্জ 3.0/4.0 ক্ষমতা যুক্ত চার্জার কিনতে হবে কারন রিটেল বক্সে এটি নেই। আর ভারতীয় ইউজার্সদের জন্য চার্জার কিনতে হবে।