Mi 9 ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা আর 20W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হয়েছে

Mi 9 ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা আর 20W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Xiaomi চিনে তাঁদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 9 ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা সঙ্গে লঞ্চ করেছে আর এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে

Xiaomi চিনে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 9 লঞ্চ করেছে আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করেছে। স্মার্টফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 য়ের সময়ে 24 ফেব্রুয়ারি বার্সেলোনাতে গ্লোবালি লঞ্চ করবে। আর Mi 9 ফোনটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে আরও একবার প্রমানিত হল যে কোম্পানি কম দামে ভাল ফ্ল্যাগশিপ স্পেক্স অফার করতে পারে।

Xiaomi তাদের Mi 9 ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে RMB 2,999 (প্রায় 31,800টাকায়) লঞ্চ করেছে। 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম RMB 3,299(মানে প্রায় 35,000টাকা) রাখা হয়েছে আর এটি ল্যাভেন্ডার ভায়লেট, ওশান ব্লু আর পিয়ানো ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির এক্সপ্লোরার এডিশান লঞ্চ করা হবে যা ট্রান্সপারেন্ট ব্যাক যুক্ত আর এটি 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের, আর এই ফোনের দাম RMB3,999(প্রায় 42,300টাকা)। mi 9 ফোনটি আজকে রাত থেকে চিনে প্রি সেল করার যাবে আর 26 ফেব্রুয়ারি পাওয়া যাবে। আর এই ফোনট্রি সঙ্গে কোম্পানি Mi 9 SE কেও নিয়ে এসেছে যা 5.97 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এটি একই প্রোফাইল অফার করে। Xiaomi Mi 9 ফোনটি RMB 49 মানে(প্রায় 500টাকা) দামের কেস অফার করা হচ্ছে।

Xiaomi MI 9 ফোনটি বাজারে থাকা Pixel 3, Samsung Galaxy Note 9 আর OnePlus 6T র মতন অফার করে। আর এটি প্রথম স্মার্টফোন যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 7nm প্রসেস্রা যুক্ত। আর এই প্রসেসার Kryo 485 কোর্স যুক্ত আর এটি 2.8GHz ক্লকড স্পিডের আর এক্সট্রা Kryo 485 কোর্স, 2.4GHz ক্লড আর চারটি Kryo 485 কোর্স 1.8GHz যুক্ত। আর এই ফোনের প্রসেসারে অ্যাড্রিনো 640 GPU য়ে রস্নগে পেয়ার করা হয়েছে আর শাওমি তাদের ডিভাওইসে গেম টার্বো ফিচারও দিয়েছে আর যা স্মার্টফোনে গেম শুর হলে অ্যাক্টিভেট হয়।

Xiaomi তাদের Mi 9 ফোনটির ডিজাইন বদলেছে। ডিভাইসে ব্যাকে ট্রিপে ক্যামেয়া সেটআপ দেওয়া হয়েছে আর এই স্মার্টফোনে হুয়াওয়ে আর হনারের স্মার্টফোনের মতন গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হেয়ছে। এই স্মার্টফোনটিতে 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে যা full HD+ রেজিলিউশান যুক্ত। আর এই ফোনের নতুন ডিসপ্লেতে MIUI য়ের পোর্ট আছে।

Mi 9 কোম্পানির প্রথম ফোন যা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে এটি 48+12+16MP রেয়ার ক্যামেরা যুক্ত। আর এই ফোনের লেন্স সাফায়ার গ্লাস দিয়ে প্রোটেক্টেড। আর এই ডিভাসের ফ্রন্টে একটি 24MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 3,5000mAh ব্যাটারি যুক্ত যা 27W চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটি ফাস্ট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে যা 20W পর্যন্ত যায়।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo