সাওমি চিনে Mi 6X স্মার্টফোনের নতুন Hatsune Miku লিমিটেড এডিশান লঞ্চ করেছে। এই নতুন ভেরিয়েন্টে 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এই নতুন ভেরিয়েন্টটির দাম 64Gb 2099 Yuan(প্রায় 22,020টাকা) রাখা হয়েছে। আর এই ডিভাসিএর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1799 Yuan(প্রায় 18,884টাকা) । আর এই নতুন ভেরিয়েন্টে কোম্পানি কাস্টম Hatsune Miku কেস আর 10000mAhয়ের পাওয়ার ব্যাঙ্ক অফার করছে। লিমিটেড এডিশান Hatsune Miku লং এগ্রিভ করা হবে।
এই ডিভাইসে নতুন পেন্ট জব আর স্পেশাল রিটেল প্যাকেজিং দেওয়া হয়েছে। যা এই স্মার্টফোনের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের মতনই। Mi 6X স্মার্টফোনটি আগে ব্ল্যাক, রেড,গোল্ড, ব্লু আর রোজ গোল্ড ভেরিয়েন্টে পাওয়া যেত। আর কোম্পানি বলেছে যে Hatsune Mikeu লিমিটেড এডিশান আর এই লিমিটেড কাস্টিংয়ে বানানো হয়েছে।
Xiaomi Mi 6x Hatsune Miku লিমিটেড এডিশানে 5.99ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে এর রেজিলিউশান 1080×2160 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এছাড়া Xiaomi mi 6X স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট আছে যা আর্য়টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত। আর এই ডিভাইসটি 4GB র্যাম আর অন্যটি 6GB র্যাম ভেরিয়েন্টের আর এর স্টোরেজের কথা যদি বলি তবে এতে 32GB/64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এছাড়া এই ডিভাইসে 3,010mAhয়ের ব্যাটারি আছে যা 3.0 18W ফাস্ট চার্জিং আছে। আর এছাড়া এই ডিভাইসটি AI পাওয়ার ফাঙ্কশান যুক্ত।
এই ইলেক্ট্রনিক্স জিনিস গুলির ওপরে Paytm অসাধারন ডিল দিচ্ছে জানুন
আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে কাজ করে আর এর সঙ্গে এতে MIUI 9.5 আছে যা ফুল স্ক্রিন জেসচার সাপোর্ট করে। আর এই ডিভাইসের ব্যাকে 20মেগাপিক্সালের আর 12মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এটি f/1.75 অ্যাপার্চার অফার করে Sony IMX486 সেন্সার যার সাইজ 1.25um আর সেকেন্ডারি Sony IMX376 সেন্সার অ্যাপার্চার যুক্ত যা f/1.75 আর এর পিক্সাল সাইজ 1.25um। আর সেকেন্ডারি ক্যামেরাতে একটি টেলিফটো লেন্স আছে। সেলফি নেওয়ার জন্য এই ডিভাইসে 20মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যা LED ফ্ল্যাশ যুক্ত।