Xiaomi Mi 6C লিক হল, এটি S2 প্রসেসার আর ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে

Xiaomi Mi 6C লিক হল, এটি S2 প্রসেসার আর ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে
HIGHLIGHTS

Xiaomi Mi 6C ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত হবে

Xiaomi তাদের নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। মনে করা হচ্ছে যে এটি Xiaomi Mi 6C হলেও হতে পারে। ITHouse এর রিপোর্ট অনুসারে, Xiaomi Mi 6C স্মার্টফোনে কিছু ছবি আর স্পেশিফিকেশান চিনে লুক হয়েছে। রিপোর্ট অনুসারে, Mi 6C এই বছরের চতুর্থ ভাগে লঞ্চ হবে। এর আগে Xiaomi, 2015 সালে Xiaomi Mi 4c আর 2016 সালে Xiaomi Mi 5c লঞ্চ করেছিল। কোম্পানির রেকর্ড অনুসারে মনে হচ্ছে যে এই বছর কোম্পানি Mi 6c লঞ্চ করবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

লিক স্পেশিফিকেশান অনুসারে Xiaomi Mi 6C ফোনটিতে ডবল সাইডেড 2.5D কার্ভড গ্লাস ডিজাইন থাকবে আর এর স্ক্রিন রেশিও Mi 6 এর থেকে বেশি ভাল হবে। এও বলা হচ্ছে যে Xiaomi Mi 6C ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত হবে। এই স্মার্টফোনটিতে Sony IMX386 CMOS সেন্সারের সঙ্গে 12 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 5 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা থাকবে।

অনুমান করা হচ্ছে যে Xiaomi Mi 6C সার্জ S2 প্রসেসার যুক্ত হবে। Xiaomi Mi 6C গত বছর লঞ্চ হওয়া Xiaomi Mi 5C এর জায়গা নেবে। এটি 16nm প্রসেসার নোড আর অক্টা-কোর 2.2 GHz 4 Cortex-A73 আর 1.8 GHz 4 Cortex-A53 কোর্স এর মতন কনফিগার করা হবে। এই প্রসেসারটি একটি মালী G71MP8 GPU যুক্ত হবে আর এটি UFS 2.1 ফ্ল্যাশ মেমারি সাপোর্ট করবে। এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর 6GB র‍্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে।

Xiaomi Mi 6C স্মার্টফোনটির দামের ব্যাপারেও কিছু লিক সামনে এসেছে তা থেকে জানা গেছে যে এর 4GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম প্রায় 1999 Yuan(Rs 19,039) আর 6GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 2499 Yuan(and Rs 23,800) হবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo