চিনা কোম্পানি Xiaomi গত মাসে Mi 6 লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে যে কোম্পানি একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। এই স্মার্টফোনটি Xiaomi Mi 6 এর নতুন ভার্সান হতে পারে।
Xioami Jason নামে একটি স্মার্টফোন বেঞ্চমার্কিং ওয়েবসাইট GFXBench বেঞ্চে দেখা গেছে। মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি Mi 6c। এর আগে 2015 সালে কোম্পানি Mi 4c লঞ্চ করেছিল।
লিস্টিং অনুসারে এই ডিভাইসে 5.1 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটি ফাইব ফিঙ্গার জেসচার সাপোর্ট করবে। এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 2.2GHz অক্টা কোর প্রসেসার আছে। এই ডিভাইসে 6GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ডিভাইসটির ব্যাটারির বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। এই স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসটিতে ব্লুটুথ, GPS, NFC আর WiFi আছে।