সাওমি Mi 6 6GB র্যাম এবং 19 মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে হল লঞ্চ

Updated on 23-Mar-2017
HIGHLIGHTS

এই ডিভাইস তে 5.১৫ ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে

সাওমি Mi6 স্মার্টফোন এই বছর মার্চে লঞ্চ হতে পারে। সাওমির এই ফোন অপ্টামার্টে লিস্টেড। অপ্টামার্টে এই ফোনটি $299(Rs 19,568) এ পাওয়া যাচ্ছিল কন্তু এখন ‘আউট অফ স্টক’ দেখাচ্ছে. অপ্টামার্ট এই স্মার্টফোন এর রেন্ডার লিস্ট করেছিল.  

অপটামার্ট লিস্টিং অনুসারে সাওমি Mi 6 এ 5.15 ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত  যার রেজিলিউশন 8352.45 কোয়াড কোর প্রসেসার  এবং এটি 4GB এবং 6GB র্যাম এর বিকল্প আছে.

আরো দেখুন: Xiaomi Redmi 4A সস্তা 4G VoLTE স্মার্টফোন এর প্রথম ঝলক

ইন্টারনাল স্টোরেজ 32GB , 64GB এবং 128GB র বিকল্প আছে. এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড 6.0 মার্শেমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসে 3200mAh Li পলিমার ব্যাটারি আছে।

এই ডিভাইসে 19 মেগাপিক্সাল ক্যামেরা আছে যাতে সোনি IMX400 আছে,  1/2.3 ইঞ্চির লেন্সও এতে আছে। এই ডিভাইসটিতে 8মেগাপিক্সাল ক্যামেরা আছে। এই ফোনটি FDD-LTE এবং TD-LTE দুটিই সাপোর্ট করে। 

আরো দেখুন: কুলপ্যাড নোট 5 লাইট এর সেল ভারতে শুরু হল

আরো দেখুন: সামসাং গ্যালাক্সি অন5 স্মার্টফোনের উপর পাওয়া যাচ্ছে খুব চমত্কার ডিসকাউন্ট

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :